কানাডা ইমিগ্রেশনের নূতন সুযোগঃ নিউফাউন্ডল্যান্ড ও লেব্রাডর পিএনপি | New opportunity for Canada immigration : Newfoundland and Labrador PNP

কানাডা ইমিগ্রেশনের অন্যতম বৈশিষ্ট্য হল যখনই ইমিগ্রেসন প্রত্যাশীরা কাট অফ স্কোর এবং বিভিন্ন চলমান পিএনপি নিয়ে হতাশায় নিমজ্জিত হয়, তখনই চমক হিসাবে নূতন একটি প্রোগ্রাম নিয়ে হাজির হয়। এইটি ই কানাডা ইমিগ্রেশনের সৌন্দর্য !!!আর মাত্র কয়টা দিন পরেই আমরা করোনা ভাইরাস সৃষ্ট ঘোর অমনিসার ২০২০ সাল পেরিয়ে ২০২১ সালে পা রাখব। কানাডা ইমিগ্রেসনও তার ২০২০ সালের কোটা শেষ করতে না পারার দুঃখ ঘচিয়ে আরও বড় আকারে ২০২১ সালের ইমিগ্রেসন কার্যক্রম শুরু করবে।সারা বিশ্বের ইমিগ্রেসন প্রত্যাশীরা উন্মুখ হয়ে বসে আছে কানাডা ইমিগ্রেসনে নূতন নূতন কি চমক নিয়ে হাজির হয় সেইটি দেখার জন্য।সকল প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রথম চমক হিসাবে নিউফাউন্ডল্যান্ড এবং লেব্রাডর পিএনপি ২০২১ সাল থেকে শুরু হওয়া নূতন ইমিগ্রেসন স্ত্রিম ঘোষণা করেছেন।নিউফাউন্ডল্যান্ড এবং লেব্রাডর পিএনপি কিন্তু নতুন কিছু নয়, কিন্তু আগে এই পিএনপিতে জব অফার ছাড়া আবেদনের সুযোগ ছিল না। আগামী বছর ২০২১ সাল থেকে কিছু পছন্দসই প্রফেশনে(আমরা যাকে ডিমান্ড লিস্ট বলে থাকি) জব অফার ছাড়া এই পিএনপি শুরু হতে যাচ্ছে।এই পিএনপিটি নূতন হলেও এই নিউ ফাউন্ডল্যান্ড কিন্তু আমাদের কাছে অপরিচিত কোন জায়গা নয়। বাংলাদেশের প্রচুর ছাত্রছাত্রি এই প্রভিন্সে অবস্থিত মেমোরিয়াল ইউনিভার্সিটিতে পড়াশুনা করছেন, এই বিশ্ব বিদ্যালয়টি টিউশন ফি সবচেয়ে কম হবার কারনে সবার কাছে তুমুল জনপ্রিয়।চলুন এক নজরে নিউ ফাউন্ডল্যান্ড এবং লেব্রাডর পিএনপি দেখিঃ২০২১ সাল থেকে চালু হওয়া এই পিএনপির নাম প্রাইওরেটি স্কিলস ইন এনএল, নাম দেখেই বুঝা যাচ্ছে এই পিএপিতে নির্ধারিত কিছু পেশাতে অভিজ্ঞতা সম্পন্নরা আবেদনের সুযোগ পাবেন।এই স্ত্রিমের ২ টি ক্যাটাগরি আছে।In-demand Academic candidates১) যারা মেমোরিয়াল ইউনিভারসিটি থেকে Technology, Health Care, Aquaculture, and Agriculture এর যে কোন একটি বিষয়ে মাস্টার্স অথবা পিএইচডি সম্পন্ন করেছেন।In-demand Work candidates:২) যারা এই প্রভিন্সের ডিমান্ড লিস্টের অন্তর্ভুক্ত যে কোন একটি পেশাতে চাকুরির অভিজ্ঞতা রয়েছে।আমাদের এই গ্রুপের বেশির ভাগ সদস্যই যেহেতু বাংলাদেশে অথবা কানাডার বাইরে অবস্থান করছেন সেহেতু আমরা In-demand Work candidates হল আমাদের আগ্রহের কেন্দ্রবিন্দু।এই স্ত্রিমে আবেদনে আগ্রহী প্রার্থীকে প্রথমে ইওএই অর্থাৎ Expression of Interest সাবমিট করতে হবে এবং পরবর্তীতে তিনি আইটিএ পেলে প্রভিন্সিয়াল নমিনেশনের জন্য সম্পূর্ণ আবেদন সাবমিট করতে পারবেন।ইওআই(EOI) সাবমিটের শর্ত সমূহ:১) IELTS এ নুন্যতম CLB5 থাকতে হবে, কিন্তু মনে রাখবেন এই পয়েন্ট কেবল ইলিজিবিলিটির ক্ষেত্রে প্রযোজ্য।২) ডিমান্ড লিস্টের যে কোন পেশাতে কমপক্ষে ১ বছরের চাকুরির অভিজ্ঞতা থাকতে হবে।৩) এই প্রোগ্রামের পয়েন্ট বণ্টনে কমপক্ষে ৬০ পয়েন্ট থাকতে হবে, এবং এই পয়েন্ট থাকলেই কেউ সিলেক্ট হবেন এমন কিছু নয়, এই পিএনপি ড্র এর মাধ্যমে সর্বাধিক পয়েন্টধারী আবেদনকারীকে সিলেক্ট করে ইনভাইট করবেন, একদম সাস্কাচোয়ান পিএনপির মত।

ডিমান্ড লিস্টঃ========

In-demand Health Care sectoroccupations:• PhysicianFamily Medicine; Psychiatry; Pathology;General Internal Medicine; Radiology;Obstetrics and Gynecology; Anesthesia;Pediatric Intensivists (PICU); Neonatologists(NICU); Pathology (Hemopathology)• Nurse Practitioner (NP)• Licensed Practical Nurse (LPN)• Personal Care Attendant (PCA)• Clinical Psychologist• Medical Physicist• Radiation Therapist• Dosimetrist

In-demand aquaculture sectoroccupations:• Captain (FM4 certification required)• Farming and Feeding Manager• Facility Technician• Assistant Manager• Cage Site Technician• Site Manager (with water quality expertise)• Area Manager

In-demand Technology sectoroccupations:

ENGINEERS AND DEVELOPERS• Software Developer• Biomedical Engineer• UI/UX Developer• Electrical Engineer• AI Developer• Mechanical Engineer• Python Developer• Web Developer• .NET Developer• Infrastructure Engineer

TECHNICAL SPECIALISTS• Security Specialist• Cloud Specialist• Bioinformatician• Computer Network Support• Research Associate• Data Analytics• Offshore Technician• ROV Operator• Ocean Mapping Specialist• Technical Writer——————————-

এই স্ত্রিমের জন্য পয়েন্ট বণ্টনটি নিম্নরূপ===================

English – Canadian Language Benchmark – Level 7+ ===24

English – Canadian Language Benchmark – Level 6+=== 22

English – Canadian Language Benchmark – Level 5+====20

French – Canadian Language Benchmark – Level 5=====+ 20

Aged 21-30 =====12

Aged 31-40 =====16

Aged 41-50====== 8

Aged 51-59====== 4

Aged 60+======= 0

PhD/Doctorate ====24

Master’s degree==== 20

Canadian post-secondary degree or diploma ===15

Post-secondary degree or diploma ==========12

High school diploma==================== 6

5+ years of in-demand work in past 10 yrs.======= 40

3-5 years of in-demand work in past 10 yrs. ======30

1-3 years of in-demand work in past 10 yrs=======. 20

1 year of in-demand work in past 10 yrs. =========10

Relatives in Newfoundland and Labrador =========10

In-demand work occurred in Canada ==============5

In-demand work occurred in NL =================7

In-demand work occurred in NL, outside St. John’s CMA=== 7

এই প্রোগ্রাম তার ইওআই পুল থেকে বছরের বিভিন্ন সময়ে সর্বমোট ২৫০-৩৫০ টি আইটিএ ইস্যু করবেন।গ্রুপের সদস্যরা কোটার সংখ্যা দেখে আশাহত হবার কিছু নাই, ছোট হলেও এই প্রোগ্রামটি কার্যকরী প্রোগ্রাম হবার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। কারন এই প্রোগ্রামের জন্য জব অফারের দরকার নাই এবং এই প্রোগ্রামটি সাস্কাচোয়ান পিএনপি এবং মেনিটোবা পিএনপির মত আত্মীয়র উপর অনেকাংশে নির্ভরশীল নয়।আগামী বছর থেকে এই স্ত্রিম শুরু হবে, আমরা এক্সপ্রেস এন্ট্রি , অন্টারিও পিএনপি, নোভা স্কসিয়া পিএনপি, এলবারটা পিএনপি, নিউ ব্রাঞ্চ উইক পিএনপি সাস্কাচোয়ান পিএনপির সাথে বাড়তি পিএনপি হিসাবে চেষ্টা করতে দোষ কোথায়। আমারতো মনে হয় টেকনোলোজি স্পেশালিষ্টরা এই স্ত্রিমে বেশ ভাল করবেন।আগামী ২ জানুয়ারি ২০২১ থেকে এই স্ত্রিমের আওতায় আবেদন প্রক্রিয়া শুরু হবে, আমাদের গ্রুপের সদস্যরা আবেদন করতে পারেন এবং চেষ্টার সাথে লেগে থাকলে কেউ না কেউ নিশ্চয়ই সফল হবেন ইনশাল্লাহ।আবেদনের লিংকঃ https://apps.gov.nl.ca/immigration/home/home/login

Courtesy: Asraful Islam

https://www.facebook.com/groups/camigbd/permalink/3745248162185799/