কানাডাতে চাকুরী পাওয়া কিন্তু খুব দুঃসাধ্য নয়

ইমিগ্রেশন প্রত্যাশীদের মনের মাঝে কানাডা সম্পর্কিত প্রশ্নগুলো ধাপে ধাপে আসে, যেমন আমি ইমিগ্রেশনে সফল হতে পারব তো? সফল হবার পরে মনে প্রশ্ন আসে এখন তো ইমিগ্রেশনে সফল হলাম, বাংলাদেশের আরামের চাকুরী ছেড়ে যাচ্ছি কিন্তু ওখানে গিয়ে চাকুরী পাওয়া যাবে তো?

প্রাসঙ্গিক ভাবেই কানাডাতে চাকুরী পাওয়া বাংলাদেশের চেয়ে কঠিন, কারনগুলো নিচে একটু দেখিঃ
—————–
১) তাদের জনসংখ্যা আমাদের চার ভাগের একভাগও না, তাই তাদের ক্রয়ক্ষমতা আমাদের চেয়ে বেশি হইলেও ভলিউম ভিত্তিক মার্কেট ছোট আমাদের চেয়ে।
———-
২) তাদের দেশে পিয়ন, চাপরাসি, দারোয়ান, পিএ এবং ড্রাইভার টাইপের পোস্ট গুলি নাই,মানে আমায় পানি এগিয়ে দেয়ার জন্য কোন লোক নাই এবং নিজের চা টি নিজেকেই বানিয়ে খেতে হবে, কোন আবুল আমার জন্য চা বানিয়ে নিয়ে দাড়িয়ে থাকবে না, ফলে বাংলাদেশের এই বিলাসিতাটুকু কানাডাতে সম্ভব না,
তার সাথে কাজের বুয়াও নাই কিছু ফিলিপিনো কেয়ার গিভার যারা বুড়ো মানুষদের দেখাশোনা করেন তাদের ছাড়া। ফলে আমাদের দেশের মহা মূল্যবান বুয়া পোস্টটিও ওখানে নাই।
———-
৩) তারা আমাদের মত মিলেমিশে ছদ্য বেকারত্ব প্রোগ্রামের আওতায় ২ জন যে কাজ করতে পারে সেকাজ ১০ জন মিলে করে না।
———
৪) আমাদের দেশে একটু স্কিলস থাকলেই ভাল কাজ পাওয়া যায়, কারন এখানে যোগ্য কর্মঠ লোকের অভাব প্রকট, কিন্তু আমাদেরচেয়ে জনসংখ্যা কানাডার কম হলেই তাদের যোগ্য লোকের সংখ্যা আমাদের চেয়ে কম না, ফলে আমাদের তিব্র প্রতিযোগিতার সম্মুখীন হতে হয়।

তাই আমরা যদি আমাদের স্কিলস ইম্প্রভ করে তাদের সমকক্ষ করে তুলতে পারি আমরা অবশ্যই চাকুরী পাব, হা স্কিলস না থাকলে দয়াভিত্তিক চাকুরী পাব না, আমি এমন কাউকে দেখি নাই যে কানাডাতে ৫ বছর বসবাসের পর একটি সুন্দর এবং শক্ত অবস্থানে পৌছতে পারেন নাই।
————
কানাডাতে সাধারণত প্রয়োজনীয় স্কিলস থাকলে গড়ে ১০ টি জব আপ্লিকেসান করলে ১ টি ইন্টার্ভিউ কল পাওয়া যায় যা আমাদের দেশের চেয়ে অনেক বেশি।
———–
চলুন এবার একটু পিছনে ফিরে তাকাই, গ্রাম থেকে আমরা যখন প্রথম ঢাকা আসি তখন একই দেশ হওয়া সত্ত্বেও ৮-১০ বছর লেগে যায় একটি ভাল পর্যায়ে পৌছতে যেমন একটি গাড়ি কিংবা ফ্ল্যাটের মালিক হতে, সেখানে সেখানে সাত সমুদ্র ১৩ নদীর ওপার কানাডিয়ান জীবনের একটি সুন্দর পর্যায়ে পৌছতে একটু সময় লাগাটাই তো স্বাভাবিক, আমরা যদি একাগ্রচিত্তে কিছুটা শ্রম দেই এবং চেষ্টা করি তাহলে আমরা অবশ্যই কানাডিয়ান জীবনে সফল হতে পারব।
———–
সম্প্রতি কানাডার পরিসংখ্যান ব্যুরো গত এক বছরের শেষ কোয়ার্টারে কোন প্রভিন্সে শতকরা কতভাগ চাকুরী নূতন সৃষ্টি হয়েছে তার একটি তুলনামূলক চিত্র তুলে ধরেছে এবং এখানে বরাবরের মতই ব্রিটিশ কলোম্বিয়া তালিকার শীর্ষে রয়েছে এবং ২০১৫ চেয়ে ২০১৬ বেশি চাকুরীর সুযোগ সৃষ্টি হয়েছে।
—————
কানাডাতে সাধারণত গড়ে সারা দেশে শতকরা ২.৪ ভাগ ভেকেন্সি থাকে এবং সেখানে ব্রিটিশ কলম্বিয়াতে ভেকেন্সি ছিল শতকরা ৩.৩ ভাগ যা সকল প্রভিন্সের চেয়ে বেশি।
————–
পরিশেষে বলব যারা সরাসরি এক্সপ্রেস এন্ট্রির মাধ্যমে কানাডা ইমিগ্রেশনে আবেদনে সফল হয়েছেন এবং আগামীতে আরও অনেকেই হবেন তারা তাদের গন্তব্য হিসাবে ব্রিটিশ কলোম্বিয়া কে বেছে নিতে প্পারেন।
ঠাণ্ডা কম, অপরূপ সুন্দর এবং চাকুরীর সুযোগ সবচেয়ে বেশি , একটি নূতন দেশের কাছে আর কি চাওয়া যেতে পারে বলেন তো ?

 

courtesy : Asraful Islam

আগামী ২৮শে এপ্রিল IELTS (GT) বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত হবে।

Immigration প্রত্যাশীদের জন্য সব থেকে বড় প্রতিবন্ধকতা যেমন IELTS, তেমনি সবথেকে বড় বন্ধুও হতে পারে IELTS। আসলে এইটা আপনার উপর নির্ভর করে, আপনি IELTS কে কিভাবে ব্যবহার করবেন। IELTS কে ভালোভাবে জানা, কোথা থেকে শুরু, কোথায় শেষ, আরও কত কিছু। সবকিছু নিয়ে আপনাদের জন্য আমাদের IELTS Workshop।

IELTS Workshop এর বিষয়বস্তুঃ
=================
১। IELTS এর প্রতিটি মডিউল (Speaking, Reading, Listening, Writing) এর বিস্তারিত আলোচনা।
২। IELTS এর প্রতিটি মডিউল ভালো করার উপায়।
৩। IELTS শিখবো নাকি English?
৪। IELTS পরীক্ষার Practical Experience Sharing.
৫। প্রয়োজনীয় লেকচার নোট প্রদান।
৬। প্রশ্ন উত্তর।

ওয়ার্কশপ সংক্রান্ত বিস্তারিত
—————————
তারিখঃ ২৮ শে এপ্রিল, শুক্রবার, সকাল ১০-০০ মিনিট।
স্থানঃ UCE(Lift 4)
Rupayan Golden Age (গুলশান ১-২ এর মাঝামাঝি)
অংশগ্রহণ ফিঃ ১০২০ টাকা (সকলের জন্য স্নাক্সের ব্যাবস্থা রয়েছে)

অংশগ্রহণে ইচ্ছুক সদস্যবৃন্দ চাইলে নিচের ফ্রমটি পূরণ করে রেজিট্রেশন করতে পারেন, তার পাশাপাশি কোন পরামর্শ থাকলে আমাদের সাথে শেয়ার করতে পারেন।

https://goo.gl/b6LA9e

(আমাদের এই ওয়ার্কশপটির ব্যাপ্তিকাল হবে চার ঘণ্টা এবং তাছাড়া নামাজের বিরতি থাকবে)

Is immigration for you?

Many of us are planning to immigrate to various destinations; some are opting for Canada while some others are for Australia and may be some others for other countries. No matter which country we choose, have we ever asked the question if immigration suitable for us? I am sure many of us but there might be some people who want to immigrate just because they heard others are living happily as immigrants. And also when we see several tourist destinations through television, facebook- at that moment we decide, wow! I wish I could be there! But is it really for you? The very purpose of my this writing is not to demean or demotivate anyone, but to alert you to make sure that you are aware of some issues while you are taking one of the most important decisions of your life. First of all let me figure out some major points why people want to immigrate:

– To have a better standard of life
– Financially secured future
– To offer more opportunities to children
– For educational purposes
– To seek superior health care
– Unstable political reasons
– To escape from conflict or violence
– Just because! (No specific reason)

So, once you have identified your reason(s) and decided you will carry on with this immigration path, next step is to figure out the challenges that you may face if you get your immigration status. Let me jot down some of the challenges and explain briefly:

– High cost of living: Sometimes we share with out near and dear ones how much we are earning, but we also need to know how much we are spending as well. For example: I am paying approximately CAD 50 to pay my phone bill which is more than BDT 3K, monthly transportation pass is CAD 150 which is approximately BDT 10K. Do you spend this amount of money for public transportation in Bangladesh and the answer is simply “NO”. However, certainly there are differences between the services, no doubt about it. And last but not the least, housing rent is freaking expensive and it is applicable for Toronto, Sydney, London & so on. In Toronto you need to pay around BDT 60K – 70K for a single bed rood apartment (600-700 sft). These are just the few examples I have provided herewith. Same goes for almost everything.
– No kith & kin: Most of us do not have our relatives in abroad. So make sure if you can lead your life without them. Sometimes the scenario can turn out to be very pathetic. One of my Bangladeshi class mates has come to Canada 6 months ago and unfortunately his father expired very recently. Due to various unavoidable circumstances he was not able to go to Bangladesh to see his father’s face! And trust me, it can happen with anyone.
– Weather: The most buzzing word in Canada. Think of if you can survive in an environment similar to refrigerator! Yes, I am not kidding. Temperature is very harsh in this part of the world during the winter season and you need to decide if you can cope up with it or not.
– Language barriers: Please, please do not think of moving to an English speaking nation without having proficiency in it. Think of a people who come to Bangladesh and cannot speak Bengali properly. Same goes for people who come to a foreign country without knowing their language properly. You do not need to change your accent but you need to have a better fluency, writing and understanding capacity. You might get an survival job but getting a white collar job without grasping language efficiency is close to impossible.
– Finding employment: Mama, chacha works here in Canada more than that works in Bangladesh! 80% of jobs in Canada are not advertised and they are recruited internally. So when someone is working efficiently and s/he recommends someone, employer gives more preference to that candidate because if the referred people do not do well, they can charge the existing employee. You might think that you do not have mama, chacha but you have to create mama, chacha here through networking and through your communication skills. LinkedIn is a very popular and strong tool here. Through LinkedIn people invite other people to have a cup of coffee. You have to knock many people, surely not all of them will not response. Even if some people responses, that is good to go. Meet with them and if they like you, they will introduce you to their own networking group and this way it goes. Remember one thing, you need one lucky person at the end who can help you in getting the desired job.
– High Tax: Tax bracket is very high here and in all jobs they will pay you after deducting tax and other admissible charges.
– Cultural differences: We all know this one. But just to give you an example, you will have no leave on the day of Eid or Puja and you might have to work if you do not get a leave!
– Racism: Yes, it exists! No matter how much they try to conceal it, even then it exists. But depends to what extent and how you are going to affect by it. But please accept; it exists.
– No helping hands: Yes no maid servant! All you need to do is by you and by your associated family member(s). So be aware if you are too dependent on them.

This is neither a comprehensive list nor can anyone make it because challenges varies from person to person. I just tried to figure out some common challenges an immigrant might face. Never ever take your immigration decision just because that someone is living happily as an immigrant. Remember, that person’s scenario might not be the same as yours. Every person has unique strengths and weaknesses. So figure out your strengths and if you think that you can handle the above issues with your strengths – then do it, otherwise please don’t. To let you know, you can have a better life from your existing position than the person who is living as an immigrant and leading a shabby life. Do not force someone to take a decision because when that person does not get success, he or she is going to say to you, “It is you who forced me to come, not me”. I wish everyone a happy journey (whatever journey you want to go for)!

Courtesy:

Tanvir Hashem