What is a step by step procedure for Canada express entry?

For people who keep asking the steps for PR, I hope you’re reading this.

What is a step by step procedure for Canada express entry?

Step 1: Take IELTS and attain CLB 9 (viz: band score of 8777 in LRWS)

CLB 9 gives candidates additional language points boost of 50–60 points. If you are able to reach the score of 440+ without CLB 9, that is fine too.

Cost – Approx 200 CAD every time you take IELTS.

Step 2: Get your ECA done (6–8 weeks)

ECA is Education Credential Assessment. It is done by multiple organizations (WES one of them) and provides you the Canadian equivalent degree assessment of your native country education.

Cost – Approx 285 CAD. (200 CAD Fee + 85 CAD International Result Delivery)

Step 3: Create EE profile on CIC website with your attained IELTS score and ECA

Making a profile enters you in the pool of candidates waiting for the ITA (Invitation to Apply). Make sure all the information mentioned in the profile is accurate as you will be asked to provide proof of all that information once you are selected.

Cost – 0

Step 4: Wait for the draw to reach your score and receive ITA afterward

The ROI (Rounds of Invidation) happens every 3–4 weeks. The Canadian govt declares the min cut off score of the EE profile and all the candidates having that score or score more than it will get ITA. The score varies and is tweaked to meet the usual 2800–3000 applicants quota per ROI.

Cost – 0

Step 5: Post ITA, you get 2 months to submit your documents

After candidates receive ITA, they are supposed to provide documents and proofs of all the information mentioned in their profile along with few others. The documents/information needed from the candidates are:

Scan of Travel Document (Passport) of all applicants
Digital Photograph of all applicants
Proof of Employment of primary applicant
Proof of Funds of primary applicant
Proof of Medical of all applicants
Proof of Education & IELTS of all applicants
Police Clearance Certificate (From all countries where you have resided for 6 months or more) of all applicants
Cost varies as Medical cost, PCC fees, Notarization fees etc varies on location. Ideally, all expenses should be covered within 300–350 CAD per applicant.

Step 6: Submit documents, pay Immigration Fee and wait for the PPR (PassPort Request – For stamping)

After submitting the documents and paying the Immigration fees, the Canadian Immigration officers verify the documents and information provided. This generally takes 2–4 months depending on the application type, countries a person has resided in and most importantly, the immigration visa office where the application has been sent for processing and how much application backlog is there.

New Delhi visa office is infamous for taking usually 4 months to process and verify the submitted documents, sometimes even more!

Cost – 1050 CAD x No. of Applicants in the application

Step 7: PPR received. Submit Passport and get Canada CoPR (Confirmation of PR)

Once the documents are verified, candidates are intimated about the result of their application via mail. On successful processing, candidates are required to submit the passports of all the applicants for the Visa Stamping and CoPR. Passport is being sent by VFS Global and would cost around30 CAD per passport. The stamped passport is returned to the designated address within 2 weeks along with 2 copies of CoPR.

Cost – Approx 30 CAD x No. of Applicants

Step 8: Reach Canada on CoPR and apply for PR card

Applicants are supposed to travel to Canada within the tenure mentioned on the passport. The tenure is generally till the time passport is valid or till medical proof is valid, whichever is earlier. In any case, visa will not be for more than 1 year.

Applicants are supposed to plan their travel, temporary or permanent migration, to Canada within the Visa timelines and submit one copy of CoPR at the time of landing. The other copy is stamped and returned.

Submitting CoPR means that Candidates have successfully landed in Canada and this, in turn, initiates the PR card application for each applicant.

Cost – Travel Cost of each applicant

Step 9: Receive PR card (2–3 months)

Official PR Card processing time is 62–65 days and the PR card will be couriered to the address given by the applicants at the time of their landing. The address has to be a Canadian address.

PR Card will be delivered to the address within 50–80 days. In case you have performed soft landing (temporary migration) just to fulfill the landing formalities before the Visa expires, you can request any friend coming to your native country to bring along your PR card.

PR cards are not couriered outside Canada and have to be delivered in person in such scenarios.

Step 10: You are Canadian PR. Enjoy!

Once you have your PR card, you are officially a Canadian PR. Have fun!

PR card is provided with validity of 5 years. A person is suppose to live in Canada for 730 days in consecutive 5 years to continue his/her PR card for next 5 years after the expiry.

If a person has stayed in Canada for more than 1095 days in consecutive 5 years, he/she is eligible to apply for Canadian citizenship.

Some Acronyms Frequently Used in this post & during Visa Processing:

CLB – Canadian Language Benchmark
ECA – Education Credential Assessment
EE – Express Entry
ROI – Round of Invitations
ITA – Invitation to Apply
CoPR – Confirmation of Permanent Residency
PPR – Passport Request
PR – Permanent Resident (Residency)

PS: Not taking any credit for this, someone else wrote this on Quora, thought this would help. All the best!

কানাডা কি আমার জন্য? | Stay Here in Canada? (Part-1)

কানাডা মাইগ্রেশনের সুযোগ, প্রিপারেশন, প্রসেসিং এবং সফল সেটেলমেন্ট নিয়ে নানা জল্পনা কল্পনা, গুজব, ভয় এমনকি উচ্চাভিলাষী ভাবনা আমাদের মধ্যে হরহামেশাই কাজ করে।

১০ পর্বের ধারাবাহিক ফিচার লিখছি আপনাদের জন্য আশাকরি অনেকেই উপকৃত হবেনঃ
—————————————————————–

পর্ব ০১ঃ কানাডা কি আমার জন্য?

মাইগ্রেশনের সুযোগ যুগে যুগে ছিলো আজো আছে। আইয়ামে জাহেলিয়ার যুগেও মানুষ সুদূর চীন দেশে যেত উচ্চ শিক্ষা দীক্ষার আশায়। কিছুদিন আগেও আন্তমহাদেশীয় মাইগ্রেশন বেশ সহজ আর হাতের নাগালেই ছিলো কিন্তু পথ পরিক্রমায় মাইগ্রেশন আজ সোনার হরিন!

প্রথমে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কেন মাইগ্রেশন করতে চান! মনে রাখতে হবে বরাবরই এপার থেকে ওপার অনেক সবুজই মনে হয়।

আমি শিওর আমার মত আপনারাও আজীবন শুনে এসেছেন এই দেশে নাকি মশা মাছি নাই! বিশ্বাস করেন, ডাহা মিথ্যা কথা। ভ্যানকুভারের মত পরিচ্ছন্ন শহরেও মশা মাছি হরহামেশা দেখা যায়। বনে বাদাড়ে ক্যাম্পিং করতে যাবেন? মশার পাল আপনাকে ফানুসের মতো উড়ায় নিয়ে গেলোও অবাক হবো না!

অনেকেই বলেন বাচ্চাদের জন্যই এই দেশে আসা। শোনেন নিজের অভিগ্যতা থেকে বলি। আমার পরিচিত এক বড় ভাইয়ের বাচ্চা সেদিন স্কুলে ভর্তি হলো। তিন দিনের মাথায় সে কান্নাকাটি করে একাকার। স্কুলে পাশে বসা এক ছেলে নাকি তাকে বলসে তোর চামড়া তো কালো, সাথে এমন এক রেসিস্ট গালি দিয়েছে তা এই ফোরামে উচ্চারণ করার মত না! ভাবেন অবস্থা?

আপনার বয়স, আপনার কোর এক্সপেরিয়েন্স আর এডাপ্টিবিলিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। ধরুন, আপনি দেশে আপনার ফিল্ডে অত্যন্ত দক্ষ ছিলেন। মাল্টি ন্যাশনাল কোম্পানীতে আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতা আর আপনি ভাবছেন কানাডা এসে এয়ারপোর্ট থেকে নেমেই সমমানের চাকুরীতে ইন্টারভিউ পেয়ে যাবেন । এই ধারণার উপর ভিত্তি করেই যদি আপনি সিদ্ধান্ত নিয়ে থাকেন মাইগ্রেশন আপনার জন্যই তবে তা হিতে বিপরীর হবার সম্ভাবনাই বেশী!

তাহলে করণীয়?

এবার আসি মূল কথায়। ধরুন আপনি প্রজেক্ট ম্যানেজার কিংবা প্রোগ্রামার বা ব্যাংকার ছিলেন। নিঃসন্দেহে আপনি আপনার ফিল্ডে অত্যন্ত দক্ষ। তবে খেয়াল রাখতে হবে আপনার এক্সপার্টাইসের ডিমান্ড কানাডিয়ান জব মার্কেটে কতটুকু মূল্যবান। কিছু কিছু ফিল্ড থাকে যা ইউনিভার্সাল যেমন ধরুন প্রোগ্রামিং। বান্দা বাংলাদেশের বাসাবোতে থাকতে যা ছিলেন, কানাডাতে এসেও প্রায় সমান কাজের মর্যাদা পাবেন কারন ইঞ্জিনিয়ারিং এর বেশীর ভাগ প্ল্যাটফর্মই উইনিভার্সাল। তবে কিছু কিছু ইঞ্জিনিয়ারিং ফিল্ড এখানে রেগুলেটেড যার জন্য আপনাকে লাইসেন্স পরীক্ষা দিতে হতে পারে যেমন ম্যাকানিকাল ইঞ্জিনিয়ারিং। আবার ধরুন আপনার ফিল্ড মার্কেটিং বা সেলস, দেশে আপনার বেশ নাম ডাক। কিন্তু এই দেশে এসে অনেক ক্ষেত্রেই আপনাকে স্ক্র্যাচ থেকে শুরু করতে হতে পারে (সবার জন্য নয়)। কারণ বাংলাদেশে যে এপ্রোচে ব্র্যান্ডিং, মার্কেটিং বা সেলস হয় এই মুল্লুকে সেই স্ট্র্যাটেজি অনেক ক্ষেত্রেই কাজে দেয় না!

তাহলে?

হুম, এক্সপেরিয়েন্স সাধারণত দুই ধরণের হয়।

১। কোর এক্সপেরিয়েন্স (ইঞ্জিনিয়ার, ডাক্তার, ব্যাংকার ইত্যাদি)
২। ট্রান্সফারেবল স্কিল (স্টেকহোল্ডার ম্যানেজমেন্ট, কাস্টমার সার্ভিস, রিসার্চ, এনালিটিকাল স্কিল, কমিউনিকেশন ইত্যাদি।

ট্রান্সফারেবল স্কিলের সংখ্যা যাদের বেশী তারা খুব সহজেই কাছাকাছি বা সেকেন্ড প্রফেশন বাছাই করে দ্রুতই কর্ম ক্ষেত্রে যোগ দিতে পারেন। ট্রান্সফারেবল স্কিল বেশী থাকলে আপনার জন্য জব মার্কেট বড় হবার সম্ভাবনা বেশী থাকে।

কিছু কিছু ক্ষেত্রে বাংলাদেশের এক্সপেরিয়েন্সের মূল্যায়ন ১+১=২ হয় না। সেক্ষেত্রে আপনার যদি ইন্টারন্যাশনার সার্টিফিকেশন থেকে থাকে তবে তা আপনার জন্য নিঃসন্দেহে প্লাস পয়েন্ট। ইন্টারন্যাশনাল সার্টিফিকেশন যেমন পিএমপি, আইটিআইএল, সিসিএনে ইত্যাদির কদর পৃথিবীর সব জায়গায় সমান।

অনেকের ধারণা এখানে বাচ্চাদের জন্য এলাওয়েন্স দেয়। কথা সত্য, তবে আপনি যা এলাওয়েন্স পাবেন তার চেয়ে ঢের বেশী টাকা বাচ্চার পেছনেই চলে যাবে। এখানে পড়াশোনা আলবত ফ্রি কিন্তু দুই দিন পরপর এই প্রোগ্রাম সেই প্রোগ্রামের জন্য নানা জিনিস কিনতে কিনতে আপনি পেরেসান হয়ে যাবেন। আর পেরেন্টস দুজন কাজ করলে ডে কেয়ারের খরচটাও আপনাকে বহন করতে হবে সেটাও নেহাত কম নয়।

চিকিৎসা?

সেটাও মহা ভূয়া! বিশ্বাস হয় না?

হাসপাতালের ইমার্জেন্সিতে এসেও আপনাকে গড়পড়তা ৪-৭ ঘন্টা অপেক্ষা করতে হবে! আমার পরিচিত এক আপা হাত কেটে একাকার। কোনো মতে ওড়না দিয়ে হাত পেচিয়ে হাসপাতালে ছুট। একটা পেইন কিলার দিয়ে পাক্কা ৫ ঘন্টা বসিয়ে রাখলো! এদের মূল প্রতিপাদ্য হল যে রোগী মারা যাওয়া অবস্থা তার প্রায়োরিটি ফার্স্ট। ভালো কথা কিন্তু তাই বলে আপা যে ভয়াবহ যন্ত্রনা নিয়ে ৫ ঘন্টা বসে থাকলো? ওয়েল, কিচ্ছু করার নাই। পরিতাপের বিষয় এখানে বেশীরভাগ হাসপাতালে ইমার্জেন্সিতে পর্যপ্ত ব্যান্ডউইথ নেই। তবে আপনি মরণাপন্ন হলে কিন্তু কথা নাই, আপনার প্রায়োরিটি ফার্স্ট!

খরচ?

হাসপাতালের খরচ ফ্রি, ডাক্তার দেখাবেন? সেটাও ফ্রি? ডায়াগনোসিস সেটাও ফ্রি?

ঔষধ?

হুম এবার আসল জায়গায় আসছেন। ঔষধ আপনাকে কিনে খেতে হবে আর ঔষধ এখানে অত্যন্ত ব্যয়বহুল। বাংলাদেশে আমরা সস্তায় ঔষধ কিনতে পারি তার কারণ আন্ডার ডেভেলাপ কান্ট্রি হওয়ায় আমাদের রয়ালিটি দিতে হয় না যার কারণে ঔষধ আমাদের হাতে নাগালে। কিন্তু এই মুল্লুকে গুনেগুনে টাকা পরিশোধ করে ঔষধ ক্রয় করতে হবে। চোখ আর দাঁতের রোগ হলে আপ্নে শেষ! এখানে ডেন্টিস্ট অত্যন্ত ব্যয়বহুল! চশমার ক্ষেত্রেও তাই।

তবে আপনি ব্যক্তিগত ভাবে ইন্সুরেন্স কিনতে পারেন যার জন্য আপনাকে মাসে মাসে টাকা গুণতে হবে। সেক্ষেত্রে ইন্সুরেন্স কিছু অংশ আপনাকে সাপোর্ট দিবে। আবার অনেক কোম্পানী তার এমপ্লয়কে চিকিৎসার জন্য ইন্সুরেন্স দিয়ে থাকে।

ট্যাক্স?

বাংলাদেশে কি করেছেন ভুলে যান। যা টাকা ইনকাম করবেন তার গড়ে ৩০-৫০ শতাংশ কর উৎসতেই কেটে নিবে (আয় ভেদে)! এই টাকা দিয়েই আদতে সরকার বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে থাকে।

সোশ্যাল সাপোর্ট?

আদতে এটা কেউ নিতে চায়না। একেবারে না পারতে যেমন ধরেন আপনি কোনো ভাবেই জব ম্যানেজ করতে পারছেন না তখন চাইলে আপনি সরকার থেকে সোশ্যাল বেনিফিট নিতে পারবেন। আপনার বাসা ভাড়ার একটা বড় অংশ সরকার বহন করবে। চাকুরী না থাকায় মাসে মাসে ইন্সেন্টিভ দিবে কিন্তু সরকারের মিসকিনের খাতায় কিন্তু আপনার নাম উঠে গেল! এই অবস্থায় আপনি আপনার বাবা মার জন্য সুপার ভিসা এপ্লাই করবেন? আপনি পারবেন না! একটা নির্দিষ্ট ইনকাম না থাকলে সেটাও সম্ভব নয়!

এডাপ্টিবিলিটি?

এখানের আবহাওয়া কোনো ভাবেই সুখকর কিছু নয়। পুরোপুরি এডজাস্ট হতে কয়েক বছর লেগেই যাবে। বাতাসে জলীয়বাস্পের পরিমাণ অত্যন্ত কম। চুল পড়া নিত্যনৈমিত্তিক ব্যাপার। রোদ? এখানে রোডে ইউভি (আল্ট্রা ভায়োলেট রে) অনেক বেশী। আপনি ঘামবেন না কিন্তু হাতের চামড়া পুড়ে যাবে। শুরুর দিকে ঠান্ডার সাথে লড়াই করাও বেশ কঠিন তবে আপনি নিজেকে মানিয়ে নিতে পারলে কোনো সমস্যাই হবে না।

কানাডার মূল মন্ত্রই মাল্টিকালচার। এখানে আপনার পাশে সারাক্ষন ঘুরঘুর করবে নানা দেশ থেকে আসা মানুষজন। এদের রঙ, ধর্ম, সংস্কৃতি এবং ভাষার বৈচিত্রের কলেবর অনেক বড়। এখানে মানুষ বেশ শান্তি প্রিয় তবে এখানেও বেলাইনের মানুষজন আছে। সম্মান রেখেই বলছি অনেক প্রভিন্সেই এখানকার আদিবাসী কিছু কিছু ক্ষেত্র সমস্যা তৈরী করতে পারে। প্রতিটি প্রভিন্সেই কম বেশী ক্রাইম জোন থাকে যা এভোয়েড করাই উত্তম। মাদক এখানে এক বিরাট সমস্যা। বিশেষ করে এখানকার আদিবাসীদের মধ্যে মাদকের আসক্তি প্রকট। কিছু কিছু এরিয়া আছে যা হুড এরিয়া নামে পরিচিত, মূলত এইসব এরিয়াতে ক্রাইম আর মাদকের ভয়াবহতা অন্যান্য এরিয়া থেকে একটু বেশী। শুনতে হয়তো অবাক লাগবে, ভ্যাঙ্কুভারের মত শহরের ডাউন টাউনে হেস্টিং নামে একটি রাস্তা আছে যার দুপাশে শয়ে শয়ে হোম লেস আর মাদকাসক্তদের লাইন। রাস্তার সামনে বসে সবার সামনেই সিরিঞ্জ দিয়ে মাদক নিচ্ছে। সরকার এদের সিরিঞ্জ সরবরাহ করে থাকে! উদ্দেশ্য এরা যাতে সেফ ড্রাগ নেই, এক সিরিঞ্জ চৌদ্দজন ব্যবহার করে সংক্রামক রোগ না বাড়ায়। এদেরকে নানা সময় রিহাবে নেয়া হয়েছে তবু লাভ হয়নি। এরা যাতে শহরে ছড়িয়ে না পরে তাই হেস্টিং এ এদের জন্য আলাদা ব্যবস্থা!

মোদ্দা কথা, মুদ্রার উল্টো পিঠ সহজে কেউ বলতে চায় না। চেষ্টা করেছি অন্ধকার দিকটাও তুলে ধরতে। তবে ভয় পাবার কিছু নেই, অজস্র পজিটিভ ফ্যাক্টর আছে যা কিনা কানাডার মতো ডেভেলপড কান্ট্রিতে মাইগ্রেশন করতে আপনাকে প্রভাবিত করবে।

সামনের পর্বগুলোতে কানাডা মাইগ্রেশন করার ক্ষেত্রে পজিটিভ ফ্যাক্টের পাশাপাশি প্রিপারেশন আর প্রসেসিং নিয়ে নিজের অভিজ্ঞতা শেয়ার করবো।

হ্যাপি রিডিং!

Courtesy: Akhlaqur Rahman Rahi

কানাডায় সুযোগ সুবিধা | Benefits of Canadian Citizenship (Part-2)

কানাডা মাইগ্রেশনের সুযোগ, প্রিপারেশন, প্রসেসিং এবং সফল সেটেলমেন্ট নিয়ে নানা জল্পনা কল্পনা, গুজব, ভয় এমনকি উচ্চাভিলাষী ভাবনা আমাদের মধ্যে হরহামেশাই কাজ করে।

১০ পর্বের ধারাবাহিক ফিচার লিখছি আপনাদের জন্য আশাকরি অনেকেই উপকৃত হবেনঃ

পর্ব ০২ঃ কানাডায় সুযোগ সুবিধা?
—————————————————

কানাডার সরকার ব্যবস্থা অনেকটা আমাদের পার্শবর্তি দেশ ভারতের মত। কানাডার সরকার ব্যবস্থা দুই ধরনের। কেন্দ্রীয় সরকার (ফেডারেল গভর্মেন্ট) এবং প্রভিনশিয়াল সরকার । ফেডারেল গভর্মেন্ট দেশের মূল চালক আর প্রভিনশিয়ার সরকার নিজ নিজ প্রভিন্সের দেখভাল করে থাকে।

নিরাপত্তা?

এই মুল্লুকে নিরাপত্তা ব্যাপারটা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হয়। নিরাপত্তা ছাড়াও মৌলিক সুযোগ সুবিধা নিশ্চিত করার জন্য ফেডারেল এবং প্রভিনশিয়াল গভর্মেন্ট হাতে হাত রেখে কাজ করে। এই হাতে হাত রেখে এগিয়া চলা ভেবে আপনারা আবার ভাইবেন না এরা মায়ের পেটের দুই ভাই। মূল কথা কানাডায় আপনি যখন কোনো পন্য কিনতে যাবেন তখন প্রতিটি পন্যের উপর আপনাকে দুই ধরনের ট্যাক্স দিতে হয় যা জিএসটি এবং পিএসটি নামে পরিচিত।

জিএসটি হলো গুড এন্ড সার্ভিস ট্যাক্স যা সরাসরি ফেডারেল গভর্মেন্টের কোষাগারে চলে যায় আর পিএসটি হলো প্রভিন্সিয়াল সেলস ট্যাক্স যার পুরোটাই স্থানীয় সরকার বা প্রভিন্সিয়াল সরকারের একাউন্টে চলে যায়। প্রভিন্স ভেদে এই ট্যাক্স আবার উঠানামা করে যা ৫ শতাংশ থেকে ১৫ শতাংশ পর্যন্ত নির্ধারিত। আলবার্টা ছাড়া সকল প্রভিন্সেই পিএসটি প্রযোজ্য আর গড়ে আপনাকে ১২ শতাংশ ট্যাক্স (পিএসটি + জিএসটি) যেকোনো পন্যের সাথেই পরিশোধ করতে হবে।

কিন্তু নিরাপত্তার সাথে এর কি সম্পর্ক?

নিরাপত্তার ক্ষেত্রেও দুই ভাই (ফেডারেল আর প্রভিন্সিয়াল) এক হয়ে নাগরিকের নিরাপত্তার জন্য কাজ করেন। আরসিএমপি (রয়াল কানাডিয়ান মাউন্টেড পুলিশ) হচ্ছে ফেডারেল গভর্মেন্টের পিস অফিসার (পুলিশ) যাদের কলেবর পুরো কানাডা জুড়ে আবার প্রত্যেকটা প্রভিন্স নিরাপত্তার জন্য নিজেদের পুলিশ ফোর্স নিয়োজিত করে থাকেন। রাস্তায় কোনো ঝামেলায় পরেছেন? বাসায় চুরি হয়েছে? বউ আপনাকে দাবড়ানি উপর রেখেছেন? এমনকি আপনার বাচ্চাকে আপনি কষে একটা থাপ্পার মেরেছেন? আপনি শেষ, আপনার বাচ্চা সাথে সাথে ৯১১ এ ফোন দিয়ে বলবে সে বাসায় ইন্সিকিউরড ফিল করছে।

কিন্তু আপ্নের বাচ্চা ৯১১ এ ফোন দেয়ার বিষয়টা শিখলো কোথা থেকে? উহু, এই মুল্লুকে স্কুলেই বাচ্চাদের এই টোটকা শিখিয়ে দেয়া হয়। ফোন পাবার সাথে সাথে সাইরেন বাজিয়ে বাসায় পুলিশ চলে আসবে। মানে আপনি লাইন থেকে বেলাইন হয়েছেন তো আপনি শেষ! এখানে আমলনামা খুব নিখুঁত ভাবে লিপিবদ্ধ থাকে। প্রত্যেকটা নাগরিকের জন্য উইনিক সোশ্যাল আইডেন্টিফিকেশন নাম্বার আছে আর আপনি যত আকাম কুকাম করবেন তা পই পই করে পিস অফিসার আপনার আইডিতে নোট করে রাখবে। মোদ্যাকথা, আপনি যদি আইন মেনে চলেন কানাডা ইজ এ বিউটিফুল কান্ট্রি টু লিভ আর বেরাছেড়া করছেন তো মরছেন।

ইমার্জেন্সি চিকিৎসা?

ভাই ব্রাদার আর বন্ধু বান্ধবরা বলত বিদেশে নাকি ৯১১ এ ফোন দিয়ে অসুস্থতার কথা বললে ঝড়ের বেগে এম্বুল্যান্স দোরগোড়ায় চলে আসে। কথা সত্য, এমনও উদাহরণ আছে আপনি ফোন রাখতে না রাখতেই আপনার বাসায় বেল বাজছে। প্যারামেডিক আপনাকে পাঁজাকোলা করে দ্রুতগতিতে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাবে। ইয়ে মানে, ওরা যে এম্বুল্যান্সে আসে এটা মোটেও বাংলা এম্বুল্যান্সের সাথে তুলনা করবেন না। অত্যন্ত সফস্টিকেটেড এম্বুল্যান্স যেখানে লাইফ সাপোর্টের (আইসিইউ) ব্যবস্থা পর্যন্ত আছে। এমনকি গুরুতর আহত রোগীকে যাত্রা পথে এডভান্স প্রাইমারী ট্রিট্মেন্ট দেয়ার সুব্যবস্থা পর্যন্ত এই এম্বুল্যান্সে আছে। রাস্তায় যতই ট্রাফিক থাকুক না কেন এম্বুল্যান্সের সাইরেন শোনার সাথে সাথেই রাস্তার বাম লেইন ছেড়ে দেয়া আইনের অংশ। কেউ এর ব্যতিক্রম করলে সেই চালক বড় অংকের জরিমান গোনতে তৈরী থাকতে হবে। আদতে এখানের মানুষ অতি মাত্রায় ভালো, এম্বুল্যান্স এর শব্দ কানে আসার সাথে সাথে রাস্তা ছেড়ে দিবে যা হরহামেশাই চোখে পড়ে।

তাহলে গলদটা কোথায়?

এবার আসি আসল কথায়। ইমার্জেন্সি মেডিক্যাল ট্রান্সফার প্রভিন্সিয়াল সরকারের দায়িত্ব। সাধারণত প্যারামেডিক সাপোর্ট প্রভাইডারের সাথে স্থানীয় সরকারের চুক্তি থাকে যার ভিত্তিতেই এই সেবা নাগরিক পেয়ে থাকেন।

কিন্তু সমস্যাটা কোথায়?

মুহতারামে হাজিরিন, ৯১১ এ ফোন দেয়ার কিছুক্ষনের মধ্যেই আপনার বাসায় প্যারামেডিক এম্বুল্যান্স নিয়ে চলে আসবে কথা সত্য কিন্তু জনাব এর জন্য আপনাকে ফি দিতে হবে বৈকি, আর তা নেহাত কমও নয়! প্রভিন্স ভেদে যা সর্বোচ্চ ৪৫০ ডলারে (৩০ হাজার টাকায়) গিয়ে ঠেকে। এমনকি এম্বুল্যান্স বাসায় এসে যদি দেখে ততক্ষনে আপনি সুস্থ, কোনো কথা নাই, ট্যাকা আপনাকে পরিশোধ করতেই হবে। কানাডিয়ান সেন্ট্রাল ইন্সুরেন্স এই ফি কভার করে না আর তাই নাগরিককেই এই ফি প্রদাণ করতে হয়। একটা রিসার্চে দেখে গেছে ১৯ শতাংশ কানাডিয়ান নাগরিক এই ফি’র ভয়ে এম্বুল্যান্স না ডেকে নিজ উদ্যোগে হাসপাতালে যাওয়ার কথা ভাবেন।

মৌলিক চাহিদা?

কানাডা মূলত বেশ ঠান্ডার দেশ সন্দেহ নেই। তবে ঠান্ডার সাথে যাতে আপনি লড়াই করতে পারেন সেই সুবিদার্থে প্রত্যেক বাসায় ঠান্ডা এবং গরম পানি সরবরাহ মৌলিক অধিকার। এমনকি বাসায় হিটিং সিস্টেম ইন্সটল এবং চালু রাখাও বাড়ীর মালিকের জন্য বাধ্যতামূলক।

শিক্ষা?

গ্রেড ১২ পর্যন্ত এই দেশে আপনার সন্তান বিনামূল্যে পড়াশোনা করতে পারবে যার পুরোটাই সরকার বহন করবে। উচ্চ শিক্ষার ব্যয় কিন্তু আবার আপনাকেই বহন করতে হবে। তবে এখানকার স্থানীয়দের মধ্যে গ্রেড ১২ পাশ করার পর পড়াশোনা চালিয়া যাওয়া বেশ দূর্লভ। গ্রেড ১২ পাশ করেই এরা কর্মস্থলে যোগদান করে। এদের একটা বড় অংশ আবার ট্রেড কোর্সে ভর্তি হয়ে যান। ট্রেড কোর্সের মাজেজা হল, ধরুন আপনি রাজ মিস্ত্রি হবেন, ইন্ডাস্টির কলকব্জা ঠিকঠাক করবেন, বাসা বা অফিসের বিদ্যুতের কাজ করবেন ইত্যাদি কাজের জন্য হাতে কলমে ক্লাস রুম এবং প্র্যাক্টিকাল এর দ্বারা দক্ষ রিসোর্সে আপনাকে পরিনত করবে আর অবশ্যই তার জন্য আপনাকে ফি দিতে হবে। ট্রেড কোর্স পাস করলে আপনি নূন্যতম মজুরীর চাইতে বেশী আয় করতে পারবেন। আর যারা উচ্চ শিক্ষা নিতে চান তাদের জন্যও আছে নানা সুযোগ সুবিধা। সব প্রভিন্স থেকেই আপনি এডুকেশন লোন নিয়ে পড়াশোনা করতে পারবেন। নামমাত্র সুদের এই লোন নিয়া আপনাকে বিন্দু মাত্র চিন্তা করতে হবে না। পাশ করার পর আপনাকে খুব অল্প টাকার ইন্সটলমেন্টে ধীরে ধীরে এই লোন শোধ করার সুযোগ দেয়া হবে। মজার ব্যাপার হলো আপনি শুধু চাকরী পেলেই হবে না, মোটামোটি ভালো সেলারি পাওয়া শুরু করলেই তখন আপনার থেকে টাকা কাটা শুরু করবে। উচ্চ শিক্ষার ব্যয় অনেক বেশী হলেও লোনের সুবিধা আপনার শিক্ষাজীবন সহজ করে তুলবে।

আবহাওয়া?

এখানকার আবহাওয়া মূলত ঠান্ডা। ব্রিটিশ কল্মবিয়া প্রভিন্স ছাড়া বাদ বাকি সব প্রভিন্সের শীতকাল ভয়াবহ। গড় তাপমাত্রা মাইনাস ২০ এর মতো থাকে তবে অনেক সময় তা মাইনাস ৩০-৫০ পর্যন্ত চলে যেতে পারে। স্নো স্ট্রোম হলে অনেক সময় রাস্তাঘাট বন্ধ হয়ে যায়, সিটির লোকজন যদিও খুব দ্রুতই রাস্তা রাস্তা থেকে স্নো পরিস্কার করে ফেলেন তার পরও অনেক সময় বলা হয় ঠান্ডায় ১৫ মিনিটের বেশী বাইরে না থাকতে। নিজের গাড়ী না থাকলে পাবলিক বাসে চলাফেরা বেশ কস্টকর তবে অসম্ভব না। এই ঠান্ডায় গাড়ীর পেট্রোল পর্যন্ত বরফ হয়ে যাওয়ার ভয় থাকে তাই মাইনাস ১০ হলেই প্রায় সব গাড়ীতে প্লাগ দিয়ে বিদ্যুৎ সরবরাহ করা হয় যাতে পেট্রোল জমে না যায়।

বাতাস সাধারণত বিশুদ্ধ কিন্তু সিজনাল কিছু যন্ত্রানাও আছে। মূলত শুস্ক আবহাওয়ার কারণে এই মুল্লুকে ওয়াইল্ড ফায়ার নিত্যনৈমিত্তিক ব্যাপার। ক্যাম্প ফায়ার থেকে কিংবা ফেলে দেয়া সিগারেটের বাট আগুন লেকে মাইলের পর মেইল বন পুড়ে ছারখার হয়ে যায়। এখানে সংরক্ষিত বনাঞ্চল সুরক্ষিত রাখা হয় তাই কানাডায় মাইলের পর মাইল ঘন জঙ্গল। ওয়াইল্ড ফায়ার এতো দ্রুত ছড়িয়ে যায় যা কন্ট্রোল করা বেশ দুঃসাধ্য। ওয়াইল্ড ফায়ার কয়েক দিন থেকে কয়েক মাস পর্যন্ত স্থায়ী হতে পারে। ওয়াইল্ড ফায়ার দীর্ঘস্থায়ী হলে বাতাসে ধোঁয়া ছড়িয়ে পরে যা নিঃশ্বাসের সাথে শরীরে ঢুকে আনইজি সিচুয়েশন তৈরী করে।

পানি কি কিনে খেতে হয়?

নাহ! এখানে কল থেকে সরসরি বিশুদ্ধ পানি পাওয়া যায়। গরম এবং ঠান্ডা পানি প্রতিটি কলে ম্যান্ডাটরি আর তাই পানি নিয়ে ভাবনার কোনো কারণও নেই। পানির ব্যাপারে কানাডা বেশ সফস্টিকেটেড। কিছু দিন পরপরই সিটির লোকজন রাস্তার বিভিন্ন পানির পাইপের সংযোগ থেকে স্যাম্পল পানি নিয়ে ল্যাবে ডায়াগোনোসিস করে যে পানি বিশুদ্ধ কিনা!

পানি নিয়ে ভাবনা আর না আর না!

সেই দিন দেখলাম সিটি কর্পোরেশনের লোকজন রাস্তার পাশের আগাছা পরিষ্কার করছে। আমাদের মতো কাচি নিয়া ফটাফট একশন না! সিটির লোকেরা সাইজ মত মেশিন দিয়ে কাটে!

কিন্তু কাহিনী তো সবে শুরু!

কি যেন দেইখা হঠাত হার্ড ব্রেক, উস্তাদ গাড়ী থেকে নেমে দূরবীন নিয়া, ইয়ানি কি ম্যাগ্নিফাইন গ্লাস নিয়া আগাছায় আলাদিনের চেরাগ ঘুজতে লাগলেন!

কিন্তু এই শীতের দেশের আরব্য রজনীর আলাদিন?

উহু, ভাইসাব আগাছার মধ্যে এমন এক উদ্ভিদ পেয়েছেন যা আগে কখনো দেখেন নাই!

এখন?

কাটাকাটি বাদ দিয়া উস্তাদ “আন আইডেন্টিফাইড প্লান্ট” খুটি গেড়ে চলে গেলেন!

কামে ফাকি দেও মিয়া? আমরা বুঝিনা!

উহু, আমাদের ধারণা ভুল।

এখন এখানকার উদ্ভিদ বিশেষজ্ঞ আসবেন।

বলা তো যায় না, রাস্তার পাশে আগাছার মধ্যে মহামূল্যবান লতা গুল্ম লুকিয়ে আছে!

উনার ক্লিয়ারেন্স ছাড়া জাস্টিন ট্রুডোর (কানাডার প্রাইম মিনিস্টার) বাপের ও সাধ্যি আগাছা কর্তন করা।

Courtesy: Akhlaqur Rahman Rahi

COST OF LIVING IN CANADA

CANADA COST OF LIVING IN THE COUNTRY WHICH MAY DIFFER FROM BIG CITIES TO SMALL TOWN AND REGIONAL AREA AND ALL RATES IN CANADIAN DOLLARS AND LAST UPDATED ON 1ST SEPTEMBER

READ IN FOLLOWING ORDER
(1)HEAD  (2)AVERAGE   (3)RANGE

Restaurants
Meal, Inexpensive Restaurant 15.00 C$ 12.00-20.00
Meal for 2 People, Mid-range Restaurant, Three-course 64.00 C$ 50.00-80.00
McMeal at McDonalds (or Equivalent Combo Meal) 9.00 C$ 8.00-11.00
Domestic Beer (0.5 liter draught) 6.00 C$ 4.75-7.00
Imported Beer (0.33 liter bottle) 6.50 C$ 5.00-8.00
Cappuccino (regular) 3.83 C$ 3.00-5.00
Coke/Pepsi (0.33 liter bottle) 1.99 C$ 1.30-2.75
Water (0.33 liter bottle) 1.70 C$ 1.00-2.50

Markets
Milk (regular), (1 liter) 2.09 C$ 1.20-3.40
Loaf of Fresh White Bread (500g) 2.76 C$ 2.00-3.85
Rice (white), (1kg) 3.97 C$ 2.00-6.61
Eggs (regular) (12) 3.27 C$ 2.50-4.00
Local Cheese (1kg) 11.59 C$ 7.00-19.84
Chicken Breasts (Boneless, Skinless), (1kg) 12.68 C$ 8.00-19.00
Beef Round (1kg) (or Equivalent Back Leg Red Meat) 13.50 C$ 8.71-20.00
Apples (1kg) 3.89 C$ 2.30-5.93
Banana (1kg) 1.75 C$ 1.25-2.60
Oranges (1kg) 3.74 C$ 2.20-6.00
Tomato (1kg) 3.64 C$ 2.18-5.51
Potato (1kg) 2.40 C$ 1.10-4.39
Onion (1kg) 2.37 C$ 1.25-4.00
Lettuce (1 head) 2.22 C$ 1.50-3.00
Water (1.5 liter bottle) 2.19 C$ 1.11-3.00
Bottle of Wine (Mid-Range) 15.00 C$ 13.00-20.00
Domestic Beer (0.5 liter bottle) 2.60 C$ 2.00-3.50
Imported Beer (0.33 liter bottle) 3.05 C$ 2.00-5.00
Pack of Cigarettes (Marlboro) 12.59 C$ 10.25-15.00

Transportation
One-way Ticket (Local Transport) 3.10 C$ 2.50-3.25
Monthly Pass (Regular Price) 91.00 C$ 76.09-124.00
Taxi Start (Normal Tariff) 3.50 C$ 3.25-4.50
Taxi 1km (Normal Tariff) 1.81 C$ 1.50-2.50
Taxi 1hour Waiting (Normal Tariff) 32.35 C$ 26.80-42.00
Gasoline (1 liter) 1.08 C$ 0.96-1.22
Volkswagen Golf 1.4 90 KW Trendline (Or Equivalent New Car) 23,000.00 C$ 20,000.00-27,000.00
Toyota Corolla 1.6l 97kW Comfort (Or Equivalent New Car) 21,577.04 C$ 17,000.00-26,000.00

Utilities (Monthly)
Basic (Electricity, Heating, Water, Garbage) for 85m2 Apartment 139.05 C$ 70.00-260.00
1 min. of Prepaid Mobile Tariff Local (No Discounts or Plans) 0.31 C$ 0.20-0.50
Internet (60 Mbps or More, Unlimited Data, Cable/ADSL) 63.06 C$ 45.00-87.00

Sports And Leisure
Fitness Club, Monthly Fee for 1 Adult 48.29 C$ 30.00-70.00
Tennis Court Rent (1 Hour on Weekend) 20.55 C$ 6.00-40.00
Cinema, International Release, 1 Seat 12.99 C$ 11.00-15.00

Childcare
Preschool (or Kindergarten), Private, Monthly for 1 Child 1,003.33 C$ 650.00-1,500.00
International Primary School, Yearly for 1 Child 16,000.00 C$ 16,000.00-16,000.00

Clothing And Shoes
1 Pair of Jeans (Levis 501 Or Similar) 59.58 C$ 40.00-85.00
1 Summer Dress in a Chain Store (Zara, H&M, …) 42.53 C$ 29.00-60.00
1 Pair of Nike Running Shoes (Mid-Range) 99.45 C$ 75.00-125.00
1 Pair of Men Leather Business Shoes 121.76 C$ 80.00-170.00

Rent Per Month
Apartment (1 bedroom) in City Centre 1,120.56 C$ 750.00-1,700.00
Apartment (1 bedroom) Outside of Centre 899.35 C$ 600.00-1,300.00
Apartment (3 bedrooms) in City Centre 1,822.83 C$ 1,200.00-3,000.00
Apartment (3 bedrooms) Outside of Centre 1,471.23 C$ 1,000.00-2,200.00

Buy Apartment Price
Price per Square Meter to Buy Apartment in City Centre 4,327.70 C$ 2,200.00-8,611.13
Price per Square Meter to Buy Apartment Outside of Centre 3,130.83 C$ 1,900.00-5,920.15

Salaries And Financing
Average Monthly Net Salary (After Tax) 2,990.15 C$
Mortgage Interest Rate in Percentages (%), Yearly 2.87 2.45-3.50

Prices in Canada
These data are based on 47750 entries in the past 18 months from 5682 different contributors.
Last update: September 2017