দেশের সেরা কনসালটেন্সি এজেন্সির রেঙ্কিং|Countries Top Ranking Consulting Agency

মুহ্তারামে হাজিরিন, মেলা দিন ফেসবুকে ছিলাম না! বেশ কিছুদিন ব্যক্তিগত প্রজেক্ট নিয়ে চিল্লায় ছিলাম, এই চিল্লা সেই চিল্লা না আর চিল্লা মানেই কাকরাইল মসজিদ না!

মূলত চিল্লা পারসিয়ান শব্দ, নিজের মনের খোরাকের জন্য যে দিকে দু চোখ যায় বলে হাটা দিলেও সেটাও ব্যক্তিগত চিল্লা।

যাই হউক এবার আসি মূল কথায়, দেশে আমার ড্রাইভিং লাইসেন্স ছিল না তাই কানাডা এসে ব্যাপক বেড়াছেড়ার মধ্যে পড়ছি। এই দেশে নিজের গাড়ী সবাই নিজে চালায়, এই দেশে ড্রাইভার “মামুন” নাই যে চিল্লাইয়া কৈবাইন “ওই মামুন, গাড়িটা বার করতো……….”

শুধু কি তাই? খাবার দাবার নিয়ে প্যারার অন্ত নাই 😞 এখানে বেবাক কাজ নিজের করা লাগে, মাছ কুটা থেকে সবজি পরিষ্কার! এখানে কুনু মর্জিনা নাই যে হেড়ে গলায় বলবেন, “এই মর্জিনা, পালং শাক ভালো করে কেটে কুটে ধুয়ে রান্না কর, মসলা কম দিবি আর লবন যাতে বেশি না হয়……”

সেই দিন শেষ রে ভাই….

কিন্ত ভাই আপ্নে তো টাইটেল লিখসেন এজেন্সি রেঙ্কিং কিন্তু ওয়াজ করতেসেন পাক ঘরের, ব্যাপারটা কি?

হুম….

আসেন তাহলে মেহফিল শুরু করি, ইমিগ্রেশন অত্যাইন্ত একটা জটিল বিষয়, আর এখানে পান থেকে চুল খসলেই আপ্নে শেষ!

এডুকেশন এসেসমেন্ট, এইএলটিএস, ফান্ড জোগাড়, বিয়াশাদীর কাগজপত্র গোছানো, অফিস থেকে অভিজ্ঞতার পত্র নেয়া ইত্যাদি ইত্যাদি। এই লিস্ট শেষ হবে নাই ভাই সাব..

এখন কথা হলো এই কাজ কি আমি নিজে করবো নাকি উপরের উদাহরনের মতো মামুন আর মর্জিনাকে দিয়ে করবো?

সহজ হিসাবে, ধরুন এডুকেশন এসেসমেন্ট, এই কাজের জন্য অফিস ছুটি নিয়ে আপনাকেই আপনার বিশ্ববিদ্যালয়ে দৌড়াতে হবে, ফর্ম ফিল আপ করা, সকল প্রয়োজনীয় কাগজ পত্র আপনাকেই যোগাড়যন্ত করে ফেডেক্স ডাব্লিউইএস এ পাঠাতে হবে, এখানে কোনো এজেন্সিই আপনার হয়ে আপনার বিশ্ববিদ্যালয়ে দৌড়ঝাঁপ করতে পারবে না. বড় জোড় সে আপনাকে ফর্ম ফিল আপ করে সহায়তা করতে পারে। এখন এইটা আপ্নের কল আপ্নে ফর্ম ফিলাপের জন্য এজেন্সির কাছে যাবেন কিনা…

প্রুফ অফ ফান্ড: আপনার টাকা আপনাকেই ম্যানেজ করতে হবে, কোইত্তে করবেন এইটা আপনার ব্যাপার। কিভাবে এই ফান্ড দেখানো যায় কিংবা কি কি ধরনের ফান্ড ইমিগ্রেশনের জন্য এলওড সেটাও প্লেইন ইংলিশে ওয়েবসাইটে লিখা আছে, এইটা খুজার জন্য আপনাকে অনন্ত জলিল হইতে হবে না, বেসিক গুগল সার্চ করলেই হবে! তবে আপনার যদি সোর্স অফ ইনকামে বেড়াছেড়া থাকে কিংবা কেমনে গুছাবেন বুঝতেসেন না সেটার জন্য আপনি এজেন্সির কাছে যাবেন কিনা সেটা আপনার সিদ্ধান্ত।

এছাড়া আপনার অফিস থেকে এক্সপেরিয়েন্স সার্টিফিকেট, বিয়ের কাবিননাম, পুলিশ ক্লিয়ারেন্স ইত্যাদি প্যারাময় কাজ আপনাকেই করতে হবে. এজেন্সি বড়জোর আপনাকে পথ পাতলে দিতে পারে।

এবার আসি অফিসিয়াল এপ্লিকেশনে, এই এক বিংশ শতাব্দীতে সবকিছুই অনলাইন। আপনার প্রোফাইল ক্রিয়েট করা থেকে শুরু করে যত কমিউনিকেশন হবে সবই অনলাইনে, ক্ষেত্র বিশেষে কিছু এক্সেপশন ছাড়া। এখন কথা হলো এই কাজে আপ্নে কতটুকু দক্ষ?

আপনি যদি মনে করেন শালা এই ফর্ম ফিলাপ করতে না পারলে আমি কানাডা গিয়ে কি করবো? যারা কানাডার জন্য এপ্লাই করছেন এদের সবাই দেশে প্রতিষ্ঠিত এবং একটা বড় অংশ কর্পোরেটে কাজ করছেন। এই কাজ করতে না পারা অনেকটা ক্রিমিনাল অফেন্সের মতো!

তবে হ্যা আপনার ফাইলে যদি আগে থেকেই বেড়া ছেড়া লেগে থাকে, যেমন আপ্নে দুইটা বিয়া করছেন 😉, আগে বিভিন্ন দেশে ভিসিট ভিসায় রিজেক্টেড হয়েছেন, এক সাথে মেলা প্রভিন্স এপ্লাই করে বসে আছেন, ঠিকঠাক মতো ট্যাক্স দেন নাই (দেশের টাকা মাইরা খাইসেন), আপনার নামে থানায় কেইস আসে ইত্যাদি যদি হয় তখন অনেক ক্ষেত্রেই অভিজ্ঞ (?), চুল পাকা মানেই অভিজ্ঞ নারে ভাই, বুঝে শুনে রিভিউ নিয়ে কোনো এজেন্সির কাছে যেতে পারেন। এই সমস্যাগুলোর সমাধান চাইলে আপনি নিজেও করতে পারবেন। অনলাইনে অফ লাইনে বন্ধু বান্ধবের থেকে সাজেশন নিতে পারেন তার পর বিসমিল্লাহ বলে ফাইল সাবমিট করতে পারেন।

তবে হ্যা, রিস্ক ট্রিটমেন্টের একটা পন্থা হলো রিস্ক ট্রান্সফার করা, আপনি যদি বিরাট কুতুব হয়ে থাকেন মানে আপনার ওই পরিমান সময় নাই যে এই গুলা নিয়ে নাড়া চারা করার তাইলে আপনি প্রফেশনাল সার্ভিসের শরণাপন্ন হতে পারেন, এতে দোষের কিছু নাই!

হিসাব সিম্পল, কেউ সেইন্ট মার্টিন এর ট্রিপ প্ল্যান নিজে করে তো কেউ আবার ট্যুর এজেন্টদের শরণাপন্ন হয়! এখনে ভালো মন্দ বলে কিছু নাই, যে যার প্রয়োজন মতো প্রফেশনাল সার্ভিসের সিদ্ধান্ত নিবে।

মনে রাখতে হবে এই গ্রূপ প্রফেশনাল সার্ভিসের অল্টারনেটিভ না, এটা একটা কমিউনিটি ফোরাম যেখানে আমরা নিজের খেয়ে বনের মোষ তারাই, কারণ আমাদের ভালো লাগে…

এই ফোরামটা অনেকটা জুম্মার নামাজ শেষে যে লিফলেট বিতরণ হয় তার মতো, কেউ ছুড়ে ফেলে দেয় তো কেউ কুড়িয়ে পরে!

এখন সিদ্ধান্ত আপ্নের!

সারা বিশ্বে প্রফেশনাল সার্ভিস যেমন জনপ্রিয় তেমনি ওপেন সোর্সও সমান তালে জনপ্রিয়।

আপনার সামনে দুইটা দরজায় খোলা!

বুঝলাম কিন্তু উস্তাদ রেঙ্কিংটা?

সেটা ঈদে পরে পাবলিশ করা হবে, কোন ঈদের পরে সেটা ঈদে মিলাদুন্নবীর পর পর জানানো হবে! দেয়া হবে!

সকলের ইমিগ্রেশন যাত্রা শুভ হউক!

Courtesy: Akhlaqur Rahman Rahi

Link : https://www.facebook.com/groups/camigbd/permalink/2037763959600903/