কেন কানাডা অভিবাসী হবার চেষ্টা করা উচিৎঃ First Page

আমাদের এই Group এর লক্ষ্য আপনাকে কানাডা Immigration এ সফল করে দেয়া নয়, কারণ সফলতা অনিশ্চিত। সফল হবার জন্য দিন শেষে যোগ্যতা, আগ্রহ, প্রচেষ্টা এর পাশাপাশি ভাগ্যও একটা বড় অবদান রাখে। সুতরাং আমাদের লক্ষ্য কানাডা Immigration এ সফল হওয়ার জন্য আপনাকে উৎসাহ ও উদ্দীপনা এবং সঠিক তথ্য দিয়ে সহায়তা করা। দিন শেষে রাস্তা কিন্তু আপনার, আমার খুব কাছের একজন মানুষ বলে, You have to walk the walk. মানে হল, আপনার রাস্তা আপনাকেই মাপতে থুকু চলতে হবে। চলার পথে টুকটাক ধাক্কা দরকার হলে আমরা তো আছিই, কিন্তু ভাই তাই বইলা সারাদিন আমাদের দিয়ে গাড়ি ঠেলাইন না, আপনিই চিন্তা করেন ঠেলে আপনার Immigration এর গাড়ি কানাডা নিতে কত দিন লাগবে।

একজন মানুষ এর কানাডা যাবার পথ তখন থামে না, যখন সে IELTS ভালো করতে পারে না, যখন সে কানাডা থেকে রেফুসাল পায়, বরং তার যাত্রা তখন শেষ হয় যখন সে কানাডা যাবার আশা ছেড়ে দেয়। ভাই প্রতিবন্ধকতা সব দেশেই আছে, থাকবে। বাংলাদেশের লোক হয়ে যদি আপনি প্রতিবন্ধকতা কে ভয় পান, আপনি আসলে বাংলাদেশি না। আমরা অনেক স্বপ্ন প্রিয় জাতি, Business শুরু এর আগে লাভের টাকা দিয়ে কি করবো তাও চিন্তা করে ফেলি। আপনি বলবেন আমরা Practical or realistic না। এত Practical হয়ে কি লাভ, জীবন তো একটই ভাই। একটা প্রবাদ আছে, if your dreams don’t scare you, they are not big enough. যার মানে হোল, বড় স্বপ্ন দেখতে হবে, যেই স্বপ্ন আপনাকে জাগিয়ে দিবে, দিগুন আমাজে আবার ঘুমানোর জন্য নয়, বরং স্বপ্ন পূরণের জন্য।

এতক্ষণ যা বললাম, পুরটাই ভূমিকা। কাজ না পারলেও ভূমিকা আমাদের ঐতিহ্য। দেশ ছাড়তে পারি ভাই, কিন্তু ঐতিহ্য ছাড়তে পারমু না। এবার আসুন আসল কথাতে, কেন কানাডা অভিবাসী হবার চেষ্টা করা উচিৎ। উন্নত জীবন, শিক্ষার মান, চিকিৎসা সেবা, নিরাপত্তা নাকি অন্য কিছু। সব কিছু বিস্তারিত জানার জন্য চোখ রাখুন পরের পর্বে।

 

Courtesy:

Mohammad Istekher Chowdhury

কেন কানাডার অভিবাসী হবার চেষ্টা করা উচিৎ? (পর্ব ০১)

প্রথমে কিছু কথা বলে নেই, কেন কানাডার অভিবাসী হবার চেষ্টা করা উচিৎ এর পোস্টগুলোতে আমি মূলত কানাডার অভিবাসী হবার আগ্রহ তৈরি করে এইরকম বিষয়গুলো নিয়ে লিখবো। তবে যারা Already কানাডা এর ভিসা পেয়ে গেছেন, তাদের জন্য কিছু না রাখলে কেমন হয়! তাই শেষ পর্বে থাকবে যেই বিষয়গুলো কানাডার অভিবাসীদের সফল হতে সহায়তা করেছে এমন কিছু বিষয়, inshort some success secrets. সেগুলো অবশ্যই আমরা কথা নয়, গবেষকদের কথা।

এবার আসুন মূল বিষয় এ, আজকের পর্বে কানাডা এর জীবনযাত্রার মান নিয়ে কিছু কথা বলবো। জীবন যাত্রার মান নিয়ে কথা বলতে গেলে OECD এর নাম automatically চলে আসে। OECD হল একটি intergovernmental economic organisation যারা তাদের অন্তর্ভুক্ত ৩৫ টি দেশ নিয়ে গবেষণা করে, এবং এই দেশগুলোর সমস্যা সমাধানের চেষ্টা করে। OECD এর মতে কানাডার net-adjusted disposable income (অনেকটা GDP এর মত) গড়ে ২৮১৯৪ ডলার (বাৎসরিক), কানাডিয়ান ডলার না কিন্তু US dollar, যেটি OECD এর মোট গড় থেকে ঢের বেশী। আপনি যদি জানেন এই ৩৫ টি দেশের বাকিগুলো কারা তাহলে বুঝতে পারবেন, কানাডা আসলে কত ভালো Position এ আছে। বাকিদেশগুলোর মধ্যে Australia, Denmark, New Zealand, United States, United Kingdom অন্যতম। এবার বুঝতে পারছেন এখানে খেলা হচ্ছে বাঘে বাঘে, মশা মাছিতে না (যদিও মশা এখন অতি ভয়ংকর বস্তুর নাম, বাঘের চিকনগুনিয়া হলে আশা করি বুঝতে পারবে দিনে কয় ঘণ্টা, সপ্তাহে কয় দিন)

যদিও life expectancy বিষয়টা নিয়ে কথা না বললেই হয়, কারন হায়াত মউত আল্লাহ এর হাতে। তবে আশা করতে দোষ নেই, একজন সুস্থ সবল মানুষ কানাডাতে ৮১ বছর বাঁচার আশা করতে পারে, যেটি OECD এর মোট গড় থেকে ১ বছর বেশী। আসুন আমাদের দেশের ও আশেপাশের দেশের গড় life expectancy জেনে নেই – বাংলাদেশ – ৭২ বছর, ইন্ডিয়া – ৬৮ বছর, পাকিস্থান ৬৬ বছর (তথ্য-২০১৫)। সুতরাং আমাদের দেশও কিন্তু এদিক দিয়ে ইন্ডিয়া বা পাকিস্থান থেকে ভালোই এগিয়ে। এখন থেকে দেশ নিয়ে আর কোন উল্টা পাল্টা কথা হবে না। আজ এই পর্যন্তই। আগামীতে আর লিখব ইনশাআল্লাহ।

 

Post ITA Document Preparation

For those who are waiting for ITA, check the following and prepare the necessary documents. After you receive ITA, once you log in to your Express Entry profile, you will have two buttons ~

  1. – Continue Application
  2. – Decline Invitation

Note​: You will have 60-90 days to submit your PR application electronically with all supporting documents. Days start from the day you get ITA, if you feel that you will not be able to arrange all the documents in these days, you can decline the ITA any time before the expiry of 60-90 days and you will be back in the pool. In case you decline your ITA, then you will be eligible to be invited again provided you meet the CRS cut-off requirement.

Once you click Continue Application, you will be taken to pages similar to your Express Entry forms that you filled up. This page would have all the information carried forward from your Express Entry profile and additionally you also need to fill up Address History, Personal History and Travel History for each member listed in the application.

DOCUMENT​ ​CHECKLIST

Post completion of each section, the system would generate a personal document checklist based on the information submitted by you in the previous pages. A sample document checklist for a family of two without any Canadian relatives and Provincial Nominee would look like something below.

Supporting​ ​Documents​ ​for​ ​Primary​ ​Applicant

  1. Passports/Travel Documents (Multiple) (required)
  2. Marriage License/Certificate (required)
  3. Proof of medical exam (required)
  4. Education (diplomas/degrees) (required)
  5. Employment Records 1 (required)
  6. Employment Records 2 (required)
  7. Employment Records 3 (required)
  8. Police Certificates (Multiple) (required)
  9. Proof of Means of Financial Support (required)
  10. Digital photo (required)
  11. Letter of Explanation (optional)

Supporting​ ​Documents​ ​for​ ​Spouse

  1. Passports/Travel Documents (Multiple) (required)
  2. Proof of medical exam (required)
  3. Education (diplomas/degrees) (required)
  4. Police Certificates (Multiple) (required)
  5. Digital photo (required)

FEE​ ​PAYMENT

Once you have uploaded the documents, you have the option to make payment and submit your eAPR. Post ITA after clicking Continue, you will be asked whether you want to pay RPRF upfront, in case you have mentioned Yes and later want to modify it, you can do so by going to Modify Family Information which you can find in the menu bar.

Permanent Resident Application Fee: CAD 550 per applicantRight of Permanent Residence Fee (RPRF): CAD 490 per applicant

You can make payment using credit card and debit cards provided international transactions are allowed on your card. Contact your bank to check the same. MasterCard, Visa and Amex cards are accepted. Ensure that your bank has not put any transaction limit, contact your bank before using your card for payment. In case you do not have sufficient balance or credit limit, you can use your family member’s or friend’s card as CIC has no restriction on the same. You will get Acknowledgment of Receipt (AOR) immediately after you make the payment.

THINGS​ ​TO​ ​NOTE

Passport/Travel​ ​Document​ ​-​ ​​Make sure you submitted all the visa stamped pages along with the bio page. It will also work as a proof of your travel history. It’s not required to scan the old passports as well but if you have recently updated your passport and the old one has some visa stamps on it, you can upload it as well (though not required).

Police​ ​Certificate​ – If you already have nomination do not wait for ITA, apply for police certificate soon. For countries that you have already left, in case you do not have the police certificate, initiate the process for the same as well as some countries take time to issue you a police certificate.

Medicals​ – CIC has a list of empaneled clinics/hospitals where you need to get medical tests done. Check this link http://www.cic.gc.ca/pp-md/pp-list.aspx. The following basic tests and checks are carried out (If you have had any or have any medical conditions, you need to let them know and also carry any medical records that you have)

  1. Blood
  2. Urine
  3. Chest X-Ray
  4. Eye Sight
  5. Blood Pressure
  6. Height/Weight
  7. Physical examination by physician

You will not be given the results of the tests, the clinic will upload it directly to CIC. You will be given an Acknowledgement Form which you need to upload as proof of medical exam. Please ensure all the information on the Acknowledgment Form is correct as per passport and that the category on your medicals is mentioned as Non-EDE/Worker. If you find any discrepancy, get it corrected then and there itself and get an updated Acknowledgement Form.

Digital​ ​Photo​ – The final frame size of the photo should be at least 35mm x 45mm. The photograph must show a full front view of the head and tops of shoulders. The size of the head, from chin to crown, must be between 31mm and 36mm. The physical dimensions in pixels must be at least 420 x 540. The final size of the image should not be less than 60KB. The file should be submitted in JPEG format.

Reference​ ​Letter​ – For previous employers, the letter obtained after you have left is good enough, unless and until you want to get a fresh letter or want to get the letter updated. For current employer as a rule of the thumb, get a fresh letter if the previous one which you got is older than 6 months.

ECA,​ ​IELTS​ ​​- There is no separate placeholder for IELTS and WES. So you can upload IELTS and WES along with educational documents.

Proof​ ​of​ ​Funds​ ​(POF)​ – Get latest and updated POF.

  • Be printed on the financial institution’s letterhead
  • include their contact information (address, telephone number and email address)
  • include your name
  • list outstanding debts such as credit card debts and loans
  • include, for each current bank and investment account:
  1. account numbers
  2. the date each account was opened
  3. the current balance of each account
  4. the average balance for the past six months

***Ensure you cover as much as information requested by CIC in the Bank Letter/Bank Certificate.

Letter​ ​of​ ​Explanation(LOE)​ – Though this is an optional document, please use it to your advantage to explain anything you feel the officer should know or consider while assessing your application.

Provincial​ ​Nominees(PNP)​ – If you are a provincial nominee would suggest you to submit copy Of nomination certificate and Schedule 4 (IMM0008_4E) upfront along with LOE. Though these are not asked for when submitting eAPR, later you will be requested to submit Schedule 4.

Statutory​ ​Questions​ – In case you answer ‘Yes’ to any Statutory Questions, then explain the Reason for the same in LOE and also submit Schedule A (IMM5669E) along with LOE. Though Schedule A is not asked for when submitting eAPR, later you will be requested to submit Schedule A.

Document​ ​Size​ ​&​ ​File​ ​Format​ – All documents should be uploaded as PDF not more than 4MB, except for digital photo which should be in JPEG format and not less than 60KB. For each placeholder, it should be one PDF. If you have multiple pages, merge them into one PDF for each placeholder. If the file size exceeds 4MB, scan the documents with scanner settings at 100 dpi or less but ensure that the files are legible. You can also use online tools like Small PDF to compress, merge and split PDFs etc (https://smallpdf.com/).

Help/Instructions​ – If you have any doubt about the documents that needs to be uploaded, check the help, blue button (Instructions) next to the Upload File button.

Link​ ​to​ ​Generic​ ​Document​ ​Checklist​ –

http://www.cic.gc.ca/english/resources/tools/perm/express/intake-complete.asp

 

Courtesy : MD Reshad Raihan

Application process of Saskatchewan Immigration Nominee Program (SINP)

For SINP EE,

  1. After nomination…SINP will directly send the nomination to your EE profile.
  2. You need to accept the nomination within 30 days.
  3. After Nomination 600 points will be added at your profile.
  4. And consequently you will get the ITA (invitation to apply).
  5. You need to apply within 90 day (recent change. Earlier it was 60days).
  6. So u need upfront medical and police clearance certificate.
  7. Gather latest POF docs that should be six months matured prior to the submission.
  8. He can use the same employment reference letter used at SINP.
  9. After all docs preparation u need to fill in the information (electronic form) what u fill in schedule A in SINP and other form.
  10. Then a customized docs list will appear for u where u need to upload all the docs (docs should be 4mb Max limit)
  11. After successful uploading u need to pay the processing fees $550 (for each adult) and for children it is $150.
  12. After payment your file will be submitted.
  13. You will get AOR within min 2 mins and maximum one day (which is rare).

Note: you can pay Right of permanent residence fee that is 490$ for each adult at the time of application submission with the processing fee Or he can pay RPRF later after asking from VO

For SINP OID

  1. You need to send all your forms and docs to CIC (hard copy).
  2. After initial review they will confirm your submission of file. This time varies from 60 days to 100 days.
  3. After that your file will go to Local VO and you will get 2nd AOR within 30 days of 1st AOR.
  4. Then you will get RPRF request from local VO.
  5. After all processing you will get the medical and police clearance certificate request. It is the final call.
  6. After providing it you will get PPR.

    Source: WhatsApp Group

WES Evaluation for National University Students:

মাত্রই জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ওয়েসের কাজটা শেষ করলাম। কাজটিকে ৩ ভাগে ভাগ করে ফেলি, যদিও শেষের ভাগ এখনো ফেইস করিনি। পরবর্তীতে প্রয়োজন হলে সেটাও লিখে ফেলব।

১। ট্রান্সক্রিপ্ট উত্তোলোন

২। Attestation বা সত্যয়ন

৩। ভেরিফিকেশন

যেহেতু ২ নং ধাপে গিয়ে কন্ট্রোলারদের পিছে পিছে ঘুড়তে হয় এবং উনারা ভয়ঙ্কর রকম ব্যস্ত মানুষ কাজেই আমি বলবো ১ এর কাজটার জন্য আলাদা একটা দিন রাখুন।

১। ট্র্যান্সক্রিপ্ট তোলার জন্য একটি ফর্ম ফিল আপ করতে হবে । এন ইউ এর ওয়েবসাইটে যেটা দেয়া আছে সেটা ব্যাকডেটেড সো আমি আপডেটেড টি আপ্লোড করে দিলাম। এবার নির্দেশনা অনুযায়ী ফর্মটি ফিলাপ করে আপনার কলেজ প্রিন্সিপালের নিকট থেকে সত্যায়িত করিয়ে নিন। সাথে করে সব মুল কাগজ নিয়ে যাবেন, দেখতে চাইতে পারেন। এবার সত্যায়িত সেই ফর্মের সাথে আরো যা যা সত্যায়িত ডকুমেন্ট জমা দিতে বলা হয়েছে সেগুলো নিয়ে ভার্সিটি চলে যান। অন স্টপ সার্ভিসে (সনদ ভবনের পাশে) এক একটি ট্রান্সক্রিপ্টের জন্য ৭০০ করে মোট ১৪০০ টাকার ব্যাংক ড্রাফট করে কাগজ সহ জমাদিন। সকালে জমা দিলে বিকেলে ট্র্যান্সক্রিপ্ট দিয়ে দেবে।

২। wes এর ফী পে করার সাথে সাথেই আপনার মেইলে একটি পিডিএফ ফর্ম চলে আসবে যাতে আপনার কিছু ইনফো অলরেডি লেখা থাকবে আর বাকিটা আপনি ও ভার্সিটি অথোরিটি মিলে পূরন করবেন। সেই ফর্মটি , আপনার সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্টের ৪/৫ সেট ফটোকপি করিয়ে নিন।( ৩সেট জমা দিতে হয়, বাকিটা ইমার্জেন্সি)। সাথে সাদা কাগজ আর কলম রাখবেন অবশ্যই। এবার আবারো সেই অন স্টপ সার্ভিসে গিয়ে ২৪০০ টাকার চালান ও ব্যাংক ড্রাফট করিয়ে নিন। ( ২ টি ওয়েস ফর্ম সত্যয়ন ৮০০ করে ১৬০০ , অনার্স/মাস্টার্স এর সনদ আর ট্রান্সক্রিপ্ট এর সত্যয়ন ১০০ করে ৪০০ আর সিলড এনভেলপ ২০০ করে ৪০০ মোট ২৪০০ )। এনভেলপ চেয়ে আর সত্যয়নের জন্য সাদা কাগজে পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর ২টি পৃথক দরখাস্ত লিখে এবার দরখাস্ত , ব্যাংক রিসিট ও বাকি কাগজ নিয়ে সনদ ভবনের ৪ তলায় ৪০১ নং রুমে একজন ম্যামের কাছে যাবেন। উনি আপনার কাগজ গুছিয়ে পরবর্তী কোথায় যেতে হবে বলে দিবেন। wes এর ফর্ম এর বাকি অংশ যিনি পূরন করবেন (সহঃ কন্ট্রোলার) উনার কাছেই এনভেলপের দরখাস্ত ও ব্যাংক রিসিট জমা দিয়ে সিলড এনভেলপ নিবেন । এনভেলপের একপাশে ভার্সিটির ঠিকানা দেয়া থাকে। অপর পাশে ওয়েস এর ঠিকানা প্রিন্ট করে লাগিয়ে নিন। প্রতি খামের মধ্যে থাকবে সত্যায়িত সনদ, ট্রান্সক্রিপ্ট ও ওয়েস ফর্ম। এরপর কুরিয়ার !

৩। ওয়েস আপনার ডকুমেন্টস হাতে পাওয়ার পর সেগুলো ভেরিফাই করানোর জন্য ভার্সিটি বরাবর মেইল করবে । তখন পুনরায় সেখানে গিয়ে ওয়েস থেকে ভার্সিটিকে পাঠানো কাগজ গুলোতে ভেরিফাইড সিল লাগানোর জন্য প্রতি পিস ৩০০ হারে সম্ভবত ৮ পিস কাগজের জন্য মোট ২৪০০ টাকা ব্যাঙ্কে জমা দিতে হবে । এরপর সেই ভেরিফাইড কাগজ গুলো স্ক্যান করে পুনরায় ভার্সিটি ওয়েস কে মেইল করবে। আমি এখনো এই প্রসেস এর মুখোমুখি হইনি বাট সহঃ কন্ট্রোলার স্যার এরকমই বললেন আর কি।

ধন্যবাদ।
Courtesy : Alia Nur

কানাডা কি আমার জন্য? | Stay Here in Canada? (Part-1)

কানাডা মাইগ্রেশনের সুযোগ, প্রিপারেশন, প্রসেসিং এবং সফল সেটেলমেন্ট নিয়ে নানা জল্পনা কল্পনা, গুজব, ভয় এমনকি উচ্চাভিলাষী ভাবনা আমাদের মধ্যে হরহামেশাই কাজ করে।

১০ পর্বের ধারাবাহিক ফিচার লিখছি আপনাদের জন্য আশাকরি অনেকেই উপকৃত হবেনঃ
—————————————————————–

পর্ব ০১ঃ কানাডা কি আমার জন্য?

মাইগ্রেশনের সুযোগ যুগে যুগে ছিলো আজো আছে। আইয়ামে জাহেলিয়ার যুগেও মানুষ সুদূর চীন দেশে যেত উচ্চ শিক্ষা দীক্ষার আশায়। কিছুদিন আগেও আন্তমহাদেশীয় মাইগ্রেশন বেশ সহজ আর হাতের নাগালেই ছিলো কিন্তু পথ পরিক্রমায় মাইগ্রেশন আজ সোনার হরিন!

প্রথমে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কেন মাইগ্রেশন করতে চান! মনে রাখতে হবে বরাবরই এপার থেকে ওপার অনেক সবুজই মনে হয়।

আমি শিওর আমার মত আপনারাও আজীবন শুনে এসেছেন এই দেশে নাকি মশা মাছি নাই! বিশ্বাস করেন, ডাহা মিথ্যা কথা। ভ্যানকুভারের মত পরিচ্ছন্ন শহরেও মশা মাছি হরহামেশা দেখা যায়। বনে বাদাড়ে ক্যাম্পিং করতে যাবেন? মশার পাল আপনাকে ফানুসের মতো উড়ায় নিয়ে গেলোও অবাক হবো না!

অনেকেই বলেন বাচ্চাদের জন্যই এই দেশে আসা। শোনেন নিজের অভিগ্যতা থেকে বলি। আমার পরিচিত এক বড় ভাইয়ের বাচ্চা সেদিন স্কুলে ভর্তি হলো। তিন দিনের মাথায় সে কান্নাকাটি করে একাকার। স্কুলে পাশে বসা এক ছেলে নাকি তাকে বলসে তোর চামড়া তো কালো, সাথে এমন এক রেসিস্ট গালি দিয়েছে তা এই ফোরামে উচ্চারণ করার মত না! ভাবেন অবস্থা?

আপনার বয়স, আপনার কোর এক্সপেরিয়েন্স আর এডাপ্টিবিলিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। ধরুন, আপনি দেশে আপনার ফিল্ডে অত্যন্ত দক্ষ ছিলেন। মাল্টি ন্যাশনাল কোম্পানীতে আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতা আর আপনি ভাবছেন কানাডা এসে এয়ারপোর্ট থেকে নেমেই সমমানের চাকুরীতে ইন্টারভিউ পেয়ে যাবেন । এই ধারণার উপর ভিত্তি করেই যদি আপনি সিদ্ধান্ত নিয়ে থাকেন মাইগ্রেশন আপনার জন্যই তবে তা হিতে বিপরীর হবার সম্ভাবনাই বেশী!

তাহলে করণীয়?

এবার আসি মূল কথায়। ধরুন আপনি প্রজেক্ট ম্যানেজার কিংবা প্রোগ্রামার বা ব্যাংকার ছিলেন। নিঃসন্দেহে আপনি আপনার ফিল্ডে অত্যন্ত দক্ষ। তবে খেয়াল রাখতে হবে আপনার এক্সপার্টাইসের ডিমান্ড কানাডিয়ান জব মার্কেটে কতটুকু মূল্যবান। কিছু কিছু ফিল্ড থাকে যা ইউনিভার্সাল যেমন ধরুন প্রোগ্রামিং। বান্দা বাংলাদেশের বাসাবোতে থাকতে যা ছিলেন, কানাডাতে এসেও প্রায় সমান কাজের মর্যাদা পাবেন কারন ইঞ্জিনিয়ারিং এর বেশীর ভাগ প্ল্যাটফর্মই উইনিভার্সাল। তবে কিছু কিছু ইঞ্জিনিয়ারিং ফিল্ড এখানে রেগুলেটেড যার জন্য আপনাকে লাইসেন্স পরীক্ষা দিতে হতে পারে যেমন ম্যাকানিকাল ইঞ্জিনিয়ারিং। আবার ধরুন আপনার ফিল্ড মার্কেটিং বা সেলস, দেশে আপনার বেশ নাম ডাক। কিন্তু এই দেশে এসে অনেক ক্ষেত্রেই আপনাকে স্ক্র্যাচ থেকে শুরু করতে হতে পারে (সবার জন্য নয়)। কারণ বাংলাদেশে যে এপ্রোচে ব্র্যান্ডিং, মার্কেটিং বা সেলস হয় এই মুল্লুকে সেই স্ট্র্যাটেজি অনেক ক্ষেত্রেই কাজে দেয় না!

তাহলে?

হুম, এক্সপেরিয়েন্স সাধারণত দুই ধরণের হয়।

১। কোর এক্সপেরিয়েন্স (ইঞ্জিনিয়ার, ডাক্তার, ব্যাংকার ইত্যাদি)
২। ট্রান্সফারেবল স্কিল (স্টেকহোল্ডার ম্যানেজমেন্ট, কাস্টমার সার্ভিস, রিসার্চ, এনালিটিকাল স্কিল, কমিউনিকেশন ইত্যাদি।

ট্রান্সফারেবল স্কিলের সংখ্যা যাদের বেশী তারা খুব সহজেই কাছাকাছি বা সেকেন্ড প্রফেশন বাছাই করে দ্রুতই কর্ম ক্ষেত্রে যোগ দিতে পারেন। ট্রান্সফারেবল স্কিল বেশী থাকলে আপনার জন্য জব মার্কেট বড় হবার সম্ভাবনা বেশী থাকে।

কিছু কিছু ক্ষেত্রে বাংলাদেশের এক্সপেরিয়েন্সের মূল্যায়ন ১+১=২ হয় না। সেক্ষেত্রে আপনার যদি ইন্টারন্যাশনার সার্টিফিকেশন থেকে থাকে তবে তা আপনার জন্য নিঃসন্দেহে প্লাস পয়েন্ট। ইন্টারন্যাশনাল সার্টিফিকেশন যেমন পিএমপি, আইটিআইএল, সিসিএনে ইত্যাদির কদর পৃথিবীর সব জায়গায় সমান।

অনেকের ধারণা এখানে বাচ্চাদের জন্য এলাওয়েন্স দেয়। কথা সত্য, তবে আপনি যা এলাওয়েন্স পাবেন তার চেয়ে ঢের বেশী টাকা বাচ্চার পেছনেই চলে যাবে। এখানে পড়াশোনা আলবত ফ্রি কিন্তু দুই দিন পরপর এই প্রোগ্রাম সেই প্রোগ্রামের জন্য নানা জিনিস কিনতে কিনতে আপনি পেরেসান হয়ে যাবেন। আর পেরেন্টস দুজন কাজ করলে ডে কেয়ারের খরচটাও আপনাকে বহন করতে হবে সেটাও নেহাত কম নয়।

চিকিৎসা?

সেটাও মহা ভূয়া! বিশ্বাস হয় না?

হাসপাতালের ইমার্জেন্সিতে এসেও আপনাকে গড়পড়তা ৪-৭ ঘন্টা অপেক্ষা করতে হবে! আমার পরিচিত এক আপা হাত কেটে একাকার। কোনো মতে ওড়না দিয়ে হাত পেচিয়ে হাসপাতালে ছুট। একটা পেইন কিলার দিয়ে পাক্কা ৫ ঘন্টা বসিয়ে রাখলো! এদের মূল প্রতিপাদ্য হল যে রোগী মারা যাওয়া অবস্থা তার প্রায়োরিটি ফার্স্ট। ভালো কথা কিন্তু তাই বলে আপা যে ভয়াবহ যন্ত্রনা নিয়ে ৫ ঘন্টা বসে থাকলো? ওয়েল, কিচ্ছু করার নাই। পরিতাপের বিষয় এখানে বেশীরভাগ হাসপাতালে ইমার্জেন্সিতে পর্যপ্ত ব্যান্ডউইথ নেই। তবে আপনি মরণাপন্ন হলে কিন্তু কথা নাই, আপনার প্রায়োরিটি ফার্স্ট!

খরচ?

হাসপাতালের খরচ ফ্রি, ডাক্তার দেখাবেন? সেটাও ফ্রি? ডায়াগনোসিস সেটাও ফ্রি?

ঔষধ?

হুম এবার আসল জায়গায় আসছেন। ঔষধ আপনাকে কিনে খেতে হবে আর ঔষধ এখানে অত্যন্ত ব্যয়বহুল। বাংলাদেশে আমরা সস্তায় ঔষধ কিনতে পারি তার কারণ আন্ডার ডেভেলাপ কান্ট্রি হওয়ায় আমাদের রয়ালিটি দিতে হয় না যার কারণে ঔষধ আমাদের হাতে নাগালে। কিন্তু এই মুল্লুকে গুনেগুনে টাকা পরিশোধ করে ঔষধ ক্রয় করতে হবে। চোখ আর দাঁতের রোগ হলে আপ্নে শেষ! এখানে ডেন্টিস্ট অত্যন্ত ব্যয়বহুল! চশমার ক্ষেত্রেও তাই।

তবে আপনি ব্যক্তিগত ভাবে ইন্সুরেন্স কিনতে পারেন যার জন্য আপনাকে মাসে মাসে টাকা গুণতে হবে। সেক্ষেত্রে ইন্সুরেন্স কিছু অংশ আপনাকে সাপোর্ট দিবে। আবার অনেক কোম্পানী তার এমপ্লয়কে চিকিৎসার জন্য ইন্সুরেন্স দিয়ে থাকে।

ট্যাক্স?

বাংলাদেশে কি করেছেন ভুলে যান। যা টাকা ইনকাম করবেন তার গড়ে ৩০-৫০ শতাংশ কর উৎসতেই কেটে নিবে (আয় ভেদে)! এই টাকা দিয়েই আদতে সরকার বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে থাকে।

সোশ্যাল সাপোর্ট?

আদতে এটা কেউ নিতে চায়না। একেবারে না পারতে যেমন ধরেন আপনি কোনো ভাবেই জব ম্যানেজ করতে পারছেন না তখন চাইলে আপনি সরকার থেকে সোশ্যাল বেনিফিট নিতে পারবেন। আপনার বাসা ভাড়ার একটা বড় অংশ সরকার বহন করবে। চাকুরী না থাকায় মাসে মাসে ইন্সেন্টিভ দিবে কিন্তু সরকারের মিসকিনের খাতায় কিন্তু আপনার নাম উঠে গেল! এই অবস্থায় আপনি আপনার বাবা মার জন্য সুপার ভিসা এপ্লাই করবেন? আপনি পারবেন না! একটা নির্দিষ্ট ইনকাম না থাকলে সেটাও সম্ভব নয়!

এডাপ্টিবিলিটি?

এখানের আবহাওয়া কোনো ভাবেই সুখকর কিছু নয়। পুরোপুরি এডজাস্ট হতে কয়েক বছর লেগেই যাবে। বাতাসে জলীয়বাস্পের পরিমাণ অত্যন্ত কম। চুল পড়া নিত্যনৈমিত্তিক ব্যাপার। রোদ? এখানে রোডে ইউভি (আল্ট্রা ভায়োলেট রে) অনেক বেশী। আপনি ঘামবেন না কিন্তু হাতের চামড়া পুড়ে যাবে। শুরুর দিকে ঠান্ডার সাথে লড়াই করাও বেশ কঠিন তবে আপনি নিজেকে মানিয়ে নিতে পারলে কোনো সমস্যাই হবে না।

কানাডার মূল মন্ত্রই মাল্টিকালচার। এখানে আপনার পাশে সারাক্ষন ঘুরঘুর করবে নানা দেশ থেকে আসা মানুষজন। এদের রঙ, ধর্ম, সংস্কৃতি এবং ভাষার বৈচিত্রের কলেবর অনেক বড়। এখানে মানুষ বেশ শান্তি প্রিয় তবে এখানেও বেলাইনের মানুষজন আছে। সম্মান রেখেই বলছি অনেক প্রভিন্সেই এখানকার আদিবাসী কিছু কিছু ক্ষেত্র সমস্যা তৈরী করতে পারে। প্রতিটি প্রভিন্সেই কম বেশী ক্রাইম জোন থাকে যা এভোয়েড করাই উত্তম। মাদক এখানে এক বিরাট সমস্যা। বিশেষ করে এখানকার আদিবাসীদের মধ্যে মাদকের আসক্তি প্রকট। কিছু কিছু এরিয়া আছে যা হুড এরিয়া নামে পরিচিত, মূলত এইসব এরিয়াতে ক্রাইম আর মাদকের ভয়াবহতা অন্যান্য এরিয়া থেকে একটু বেশী। শুনতে হয়তো অবাক লাগবে, ভ্যাঙ্কুভারের মত শহরের ডাউন টাউনে হেস্টিং নামে একটি রাস্তা আছে যার দুপাশে শয়ে শয়ে হোম লেস আর মাদকাসক্তদের লাইন। রাস্তার সামনে বসে সবার সামনেই সিরিঞ্জ দিয়ে মাদক নিচ্ছে। সরকার এদের সিরিঞ্জ সরবরাহ করে থাকে! উদ্দেশ্য এরা যাতে সেফ ড্রাগ নেই, এক সিরিঞ্জ চৌদ্দজন ব্যবহার করে সংক্রামক রোগ না বাড়ায়। এদেরকে নানা সময় রিহাবে নেয়া হয়েছে তবু লাভ হয়নি। এরা যাতে শহরে ছড়িয়ে না পরে তাই হেস্টিং এ এদের জন্য আলাদা ব্যবস্থা!

মোদ্দা কথা, মুদ্রার উল্টো পিঠ সহজে কেউ বলতে চায় না। চেষ্টা করেছি অন্ধকার দিকটাও তুলে ধরতে। তবে ভয় পাবার কিছু নেই, অজস্র পজিটিভ ফ্যাক্টর আছে যা কিনা কানাডার মতো ডেভেলপড কান্ট্রিতে মাইগ্রেশন করতে আপনাকে প্রভাবিত করবে।

সামনের পর্বগুলোতে কানাডা মাইগ্রেশন করার ক্ষেত্রে পজিটিভ ফ্যাক্টের পাশাপাশি প্রিপারেশন আর প্রসেসিং নিয়ে নিজের অভিজ্ঞতা শেয়ার করবো।

হ্যাপি রিডিং!

Courtesy: Akhlaqur Rahman Rahi

কানাডায় সুযোগ সুবিধা | Benefits of Canadian Citizenship (Part-2)

কানাডা মাইগ্রেশনের সুযোগ, প্রিপারেশন, প্রসেসিং এবং সফল সেটেলমেন্ট নিয়ে নানা জল্পনা কল্পনা, গুজব, ভয় এমনকি উচ্চাভিলাষী ভাবনা আমাদের মধ্যে হরহামেশাই কাজ করে।

১০ পর্বের ধারাবাহিক ফিচার লিখছি আপনাদের জন্য আশাকরি অনেকেই উপকৃত হবেনঃ

পর্ব ০২ঃ কানাডায় সুযোগ সুবিধা?
—————————————————

কানাডার সরকার ব্যবস্থা অনেকটা আমাদের পার্শবর্তি দেশ ভারতের মত। কানাডার সরকার ব্যবস্থা দুই ধরনের। কেন্দ্রীয় সরকার (ফেডারেল গভর্মেন্ট) এবং প্রভিনশিয়াল সরকার । ফেডারেল গভর্মেন্ট দেশের মূল চালক আর প্রভিনশিয়ার সরকার নিজ নিজ প্রভিন্সের দেখভাল করে থাকে।

নিরাপত্তা?

এই মুল্লুকে নিরাপত্তা ব্যাপারটা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হয়। নিরাপত্তা ছাড়াও মৌলিক সুযোগ সুবিধা নিশ্চিত করার জন্য ফেডারেল এবং প্রভিনশিয়াল গভর্মেন্ট হাতে হাত রেখে কাজ করে। এই হাতে হাত রেখে এগিয়া চলা ভেবে আপনারা আবার ভাইবেন না এরা মায়ের পেটের দুই ভাই। মূল কথা কানাডায় আপনি যখন কোনো পন্য কিনতে যাবেন তখন প্রতিটি পন্যের উপর আপনাকে দুই ধরনের ট্যাক্স দিতে হয় যা জিএসটি এবং পিএসটি নামে পরিচিত।

জিএসটি হলো গুড এন্ড সার্ভিস ট্যাক্স যা সরাসরি ফেডারেল গভর্মেন্টের কোষাগারে চলে যায় আর পিএসটি হলো প্রভিন্সিয়াল সেলস ট্যাক্স যার পুরোটাই স্থানীয় সরকার বা প্রভিন্সিয়াল সরকারের একাউন্টে চলে যায়। প্রভিন্স ভেদে এই ট্যাক্স আবার উঠানামা করে যা ৫ শতাংশ থেকে ১৫ শতাংশ পর্যন্ত নির্ধারিত। আলবার্টা ছাড়া সকল প্রভিন্সেই পিএসটি প্রযোজ্য আর গড়ে আপনাকে ১২ শতাংশ ট্যাক্স (পিএসটি + জিএসটি) যেকোনো পন্যের সাথেই পরিশোধ করতে হবে।

কিন্তু নিরাপত্তার সাথে এর কি সম্পর্ক?

নিরাপত্তার ক্ষেত্রেও দুই ভাই (ফেডারেল আর প্রভিন্সিয়াল) এক হয়ে নাগরিকের নিরাপত্তার জন্য কাজ করেন। আরসিএমপি (রয়াল কানাডিয়ান মাউন্টেড পুলিশ) হচ্ছে ফেডারেল গভর্মেন্টের পিস অফিসার (পুলিশ) যাদের কলেবর পুরো কানাডা জুড়ে আবার প্রত্যেকটা প্রভিন্স নিরাপত্তার জন্য নিজেদের পুলিশ ফোর্স নিয়োজিত করে থাকেন। রাস্তায় কোনো ঝামেলায় পরেছেন? বাসায় চুরি হয়েছে? বউ আপনাকে দাবড়ানি উপর রেখেছেন? এমনকি আপনার বাচ্চাকে আপনি কষে একটা থাপ্পার মেরেছেন? আপনি শেষ, আপনার বাচ্চা সাথে সাথে ৯১১ এ ফোন দিয়ে বলবে সে বাসায় ইন্সিকিউরড ফিল করছে।

কিন্তু আপ্নের বাচ্চা ৯১১ এ ফোন দেয়ার বিষয়টা শিখলো কোথা থেকে? উহু, এই মুল্লুকে স্কুলেই বাচ্চাদের এই টোটকা শিখিয়ে দেয়া হয়। ফোন পাবার সাথে সাথে সাইরেন বাজিয়ে বাসায় পুলিশ চলে আসবে। মানে আপনি লাইন থেকে বেলাইন হয়েছেন তো আপনি শেষ! এখানে আমলনামা খুব নিখুঁত ভাবে লিপিবদ্ধ থাকে। প্রত্যেকটা নাগরিকের জন্য উইনিক সোশ্যাল আইডেন্টিফিকেশন নাম্বার আছে আর আপনি যত আকাম কুকাম করবেন তা পই পই করে পিস অফিসার আপনার আইডিতে নোট করে রাখবে। মোদ্যাকথা, আপনি যদি আইন মেনে চলেন কানাডা ইজ এ বিউটিফুল কান্ট্রি টু লিভ আর বেরাছেড়া করছেন তো মরছেন।

ইমার্জেন্সি চিকিৎসা?

ভাই ব্রাদার আর বন্ধু বান্ধবরা বলত বিদেশে নাকি ৯১১ এ ফোন দিয়ে অসুস্থতার কথা বললে ঝড়ের বেগে এম্বুল্যান্স দোরগোড়ায় চলে আসে। কথা সত্য, এমনও উদাহরণ আছে আপনি ফোন রাখতে না রাখতেই আপনার বাসায় বেল বাজছে। প্যারামেডিক আপনাকে পাঁজাকোলা করে দ্রুতগতিতে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাবে। ইয়ে মানে, ওরা যে এম্বুল্যান্সে আসে এটা মোটেও বাংলা এম্বুল্যান্সের সাথে তুলনা করবেন না। অত্যন্ত সফস্টিকেটেড এম্বুল্যান্স যেখানে লাইফ সাপোর্টের (আইসিইউ) ব্যবস্থা পর্যন্ত আছে। এমনকি গুরুতর আহত রোগীকে যাত্রা পথে এডভান্স প্রাইমারী ট্রিট্মেন্ট দেয়ার সুব্যবস্থা পর্যন্ত এই এম্বুল্যান্সে আছে। রাস্তায় যতই ট্রাফিক থাকুক না কেন এম্বুল্যান্সের সাইরেন শোনার সাথে সাথেই রাস্তার বাম লেইন ছেড়ে দেয়া আইনের অংশ। কেউ এর ব্যতিক্রম করলে সেই চালক বড় অংকের জরিমান গোনতে তৈরী থাকতে হবে। আদতে এখানের মানুষ অতি মাত্রায় ভালো, এম্বুল্যান্স এর শব্দ কানে আসার সাথে সাথে রাস্তা ছেড়ে দিবে যা হরহামেশাই চোখে পড়ে।

তাহলে গলদটা কোথায়?

এবার আসি আসল কথায়। ইমার্জেন্সি মেডিক্যাল ট্রান্সফার প্রভিন্সিয়াল সরকারের দায়িত্ব। সাধারণত প্যারামেডিক সাপোর্ট প্রভাইডারের সাথে স্থানীয় সরকারের চুক্তি থাকে যার ভিত্তিতেই এই সেবা নাগরিক পেয়ে থাকেন।

কিন্তু সমস্যাটা কোথায়?

মুহতারামে হাজিরিন, ৯১১ এ ফোন দেয়ার কিছুক্ষনের মধ্যেই আপনার বাসায় প্যারামেডিক এম্বুল্যান্স নিয়ে চলে আসবে কথা সত্য কিন্তু জনাব এর জন্য আপনাকে ফি দিতে হবে বৈকি, আর তা নেহাত কমও নয়! প্রভিন্স ভেদে যা সর্বোচ্চ ৪৫০ ডলারে (৩০ হাজার টাকায়) গিয়ে ঠেকে। এমনকি এম্বুল্যান্স বাসায় এসে যদি দেখে ততক্ষনে আপনি সুস্থ, কোনো কথা নাই, ট্যাকা আপনাকে পরিশোধ করতেই হবে। কানাডিয়ান সেন্ট্রাল ইন্সুরেন্স এই ফি কভার করে না আর তাই নাগরিককেই এই ফি প্রদাণ করতে হয়। একটা রিসার্চে দেখে গেছে ১৯ শতাংশ কানাডিয়ান নাগরিক এই ফি’র ভয়ে এম্বুল্যান্স না ডেকে নিজ উদ্যোগে হাসপাতালে যাওয়ার কথা ভাবেন।

মৌলিক চাহিদা?

কানাডা মূলত বেশ ঠান্ডার দেশ সন্দেহ নেই। তবে ঠান্ডার সাথে যাতে আপনি লড়াই করতে পারেন সেই সুবিদার্থে প্রত্যেক বাসায় ঠান্ডা এবং গরম পানি সরবরাহ মৌলিক অধিকার। এমনকি বাসায় হিটিং সিস্টেম ইন্সটল এবং চালু রাখাও বাড়ীর মালিকের জন্য বাধ্যতামূলক।

শিক্ষা?

গ্রেড ১২ পর্যন্ত এই দেশে আপনার সন্তান বিনামূল্যে পড়াশোনা করতে পারবে যার পুরোটাই সরকার বহন করবে। উচ্চ শিক্ষার ব্যয় কিন্তু আবার আপনাকেই বহন করতে হবে। তবে এখানকার স্থানীয়দের মধ্যে গ্রেড ১২ পাশ করার পর পড়াশোনা চালিয়া যাওয়া বেশ দূর্লভ। গ্রেড ১২ পাশ করেই এরা কর্মস্থলে যোগদান করে। এদের একটা বড় অংশ আবার ট্রেড কোর্সে ভর্তি হয়ে যান। ট্রেড কোর্সের মাজেজা হল, ধরুন আপনি রাজ মিস্ত্রি হবেন, ইন্ডাস্টির কলকব্জা ঠিকঠাক করবেন, বাসা বা অফিসের বিদ্যুতের কাজ করবেন ইত্যাদি কাজের জন্য হাতে কলমে ক্লাস রুম এবং প্র্যাক্টিকাল এর দ্বারা দক্ষ রিসোর্সে আপনাকে পরিনত করবে আর অবশ্যই তার জন্য আপনাকে ফি দিতে হবে। ট্রেড কোর্স পাস করলে আপনি নূন্যতম মজুরীর চাইতে বেশী আয় করতে পারবেন। আর যারা উচ্চ শিক্ষা নিতে চান তাদের জন্যও আছে নানা সুযোগ সুবিধা। সব প্রভিন্স থেকেই আপনি এডুকেশন লোন নিয়ে পড়াশোনা করতে পারবেন। নামমাত্র সুদের এই লোন নিয়া আপনাকে বিন্দু মাত্র চিন্তা করতে হবে না। পাশ করার পর আপনাকে খুব অল্প টাকার ইন্সটলমেন্টে ধীরে ধীরে এই লোন শোধ করার সুযোগ দেয়া হবে। মজার ব্যাপার হলো আপনি শুধু চাকরী পেলেই হবে না, মোটামোটি ভালো সেলারি পাওয়া শুরু করলেই তখন আপনার থেকে টাকা কাটা শুরু করবে। উচ্চ শিক্ষার ব্যয় অনেক বেশী হলেও লোনের সুবিধা আপনার শিক্ষাজীবন সহজ করে তুলবে।

আবহাওয়া?

এখানকার আবহাওয়া মূলত ঠান্ডা। ব্রিটিশ কল্মবিয়া প্রভিন্স ছাড়া বাদ বাকি সব প্রভিন্সের শীতকাল ভয়াবহ। গড় তাপমাত্রা মাইনাস ২০ এর মতো থাকে তবে অনেক সময় তা মাইনাস ৩০-৫০ পর্যন্ত চলে যেতে পারে। স্নো স্ট্রোম হলে অনেক সময় রাস্তাঘাট বন্ধ হয়ে যায়, সিটির লোকজন যদিও খুব দ্রুতই রাস্তা রাস্তা থেকে স্নো পরিস্কার করে ফেলেন তার পরও অনেক সময় বলা হয় ঠান্ডায় ১৫ মিনিটের বেশী বাইরে না থাকতে। নিজের গাড়ী না থাকলে পাবলিক বাসে চলাফেরা বেশ কস্টকর তবে অসম্ভব না। এই ঠান্ডায় গাড়ীর পেট্রোল পর্যন্ত বরফ হয়ে যাওয়ার ভয় থাকে তাই মাইনাস ১০ হলেই প্রায় সব গাড়ীতে প্লাগ দিয়ে বিদ্যুৎ সরবরাহ করা হয় যাতে পেট্রোল জমে না যায়।

বাতাস সাধারণত বিশুদ্ধ কিন্তু সিজনাল কিছু যন্ত্রানাও আছে। মূলত শুস্ক আবহাওয়ার কারণে এই মুল্লুকে ওয়াইল্ড ফায়ার নিত্যনৈমিত্তিক ব্যাপার। ক্যাম্প ফায়ার থেকে কিংবা ফেলে দেয়া সিগারেটের বাট আগুন লেকে মাইলের পর মেইল বন পুড়ে ছারখার হয়ে যায়। এখানে সংরক্ষিত বনাঞ্চল সুরক্ষিত রাখা হয় তাই কানাডায় মাইলের পর মাইল ঘন জঙ্গল। ওয়াইল্ড ফায়ার এতো দ্রুত ছড়িয়ে যায় যা কন্ট্রোল করা বেশ দুঃসাধ্য। ওয়াইল্ড ফায়ার কয়েক দিন থেকে কয়েক মাস পর্যন্ত স্থায়ী হতে পারে। ওয়াইল্ড ফায়ার দীর্ঘস্থায়ী হলে বাতাসে ধোঁয়া ছড়িয়ে পরে যা নিঃশ্বাসের সাথে শরীরে ঢুকে আনইজি সিচুয়েশন তৈরী করে।

পানি কি কিনে খেতে হয়?

নাহ! এখানে কল থেকে সরসরি বিশুদ্ধ পানি পাওয়া যায়। গরম এবং ঠান্ডা পানি প্রতিটি কলে ম্যান্ডাটরি আর তাই পানি নিয়ে ভাবনার কোনো কারণও নেই। পানির ব্যাপারে কানাডা বেশ সফস্টিকেটেড। কিছু দিন পরপরই সিটির লোকজন রাস্তার বিভিন্ন পানির পাইপের সংযোগ থেকে স্যাম্পল পানি নিয়ে ল্যাবে ডায়াগোনোসিস করে যে পানি বিশুদ্ধ কিনা!

পানি নিয়ে ভাবনা আর না আর না!

সেই দিন দেখলাম সিটি কর্পোরেশনের লোকজন রাস্তার পাশের আগাছা পরিষ্কার করছে। আমাদের মতো কাচি নিয়া ফটাফট একশন না! সিটির লোকেরা সাইজ মত মেশিন দিয়ে কাটে!

কিন্তু কাহিনী তো সবে শুরু!

কি যেন দেইখা হঠাত হার্ড ব্রেক, উস্তাদ গাড়ী থেকে নেমে দূরবীন নিয়া, ইয়ানি কি ম্যাগ্নিফাইন গ্লাস নিয়া আগাছায় আলাদিনের চেরাগ ঘুজতে লাগলেন!

কিন্তু এই শীতের দেশের আরব্য রজনীর আলাদিন?

উহু, ভাইসাব আগাছার মধ্যে এমন এক উদ্ভিদ পেয়েছেন যা আগে কখনো দেখেন নাই!

এখন?

কাটাকাটি বাদ দিয়া উস্তাদ “আন আইডেন্টিফাইড প্লান্ট” খুটি গেড়ে চলে গেলেন!

কামে ফাকি দেও মিয়া? আমরা বুঝিনা!

উহু, আমাদের ধারণা ভুল।

এখন এখানকার উদ্ভিদ বিশেষজ্ঞ আসবেন।

বলা তো যায় না, রাস্তার পাশে আগাছার মধ্যে মহামূল্যবান লতা গুল্ম লুকিয়ে আছে!

উনার ক্লিয়ারেন্স ছাড়া জাস্টিন ট্রুডোর (কানাডার প্রাইম মিনিস্টার) বাপের ও সাধ্যি আগাছা কর্তন করা।

Courtesy: Akhlaqur Rahman Rahi

COST OF LIVING IN CANADA

CANADA COST OF LIVING IN THE COUNTRY WHICH MAY DIFFER FROM BIG CITIES TO SMALL TOWN AND REGIONAL AREA AND ALL RATES IN CANADIAN DOLLARS AND LAST UPDATED ON 1ST SEPTEMBER

READ IN FOLLOWING ORDER
(1)HEAD  (2)AVERAGE   (3)RANGE

Restaurants
Meal, Inexpensive Restaurant 15.00 C$ 12.00-20.00
Meal for 2 People, Mid-range Restaurant, Three-course 64.00 C$ 50.00-80.00
McMeal at McDonalds (or Equivalent Combo Meal) 9.00 C$ 8.00-11.00
Domestic Beer (0.5 liter draught) 6.00 C$ 4.75-7.00
Imported Beer (0.33 liter bottle) 6.50 C$ 5.00-8.00
Cappuccino (regular) 3.83 C$ 3.00-5.00
Coke/Pepsi (0.33 liter bottle) 1.99 C$ 1.30-2.75
Water (0.33 liter bottle) 1.70 C$ 1.00-2.50

Markets
Milk (regular), (1 liter) 2.09 C$ 1.20-3.40
Loaf of Fresh White Bread (500g) 2.76 C$ 2.00-3.85
Rice (white), (1kg) 3.97 C$ 2.00-6.61
Eggs (regular) (12) 3.27 C$ 2.50-4.00
Local Cheese (1kg) 11.59 C$ 7.00-19.84
Chicken Breasts (Boneless, Skinless), (1kg) 12.68 C$ 8.00-19.00
Beef Round (1kg) (or Equivalent Back Leg Red Meat) 13.50 C$ 8.71-20.00
Apples (1kg) 3.89 C$ 2.30-5.93
Banana (1kg) 1.75 C$ 1.25-2.60
Oranges (1kg) 3.74 C$ 2.20-6.00
Tomato (1kg) 3.64 C$ 2.18-5.51
Potato (1kg) 2.40 C$ 1.10-4.39
Onion (1kg) 2.37 C$ 1.25-4.00
Lettuce (1 head) 2.22 C$ 1.50-3.00
Water (1.5 liter bottle) 2.19 C$ 1.11-3.00
Bottle of Wine (Mid-Range) 15.00 C$ 13.00-20.00
Domestic Beer (0.5 liter bottle) 2.60 C$ 2.00-3.50
Imported Beer (0.33 liter bottle) 3.05 C$ 2.00-5.00
Pack of Cigarettes (Marlboro) 12.59 C$ 10.25-15.00

Transportation
One-way Ticket (Local Transport) 3.10 C$ 2.50-3.25
Monthly Pass (Regular Price) 91.00 C$ 76.09-124.00
Taxi Start (Normal Tariff) 3.50 C$ 3.25-4.50
Taxi 1km (Normal Tariff) 1.81 C$ 1.50-2.50
Taxi 1hour Waiting (Normal Tariff) 32.35 C$ 26.80-42.00
Gasoline (1 liter) 1.08 C$ 0.96-1.22
Volkswagen Golf 1.4 90 KW Trendline (Or Equivalent New Car) 23,000.00 C$ 20,000.00-27,000.00
Toyota Corolla 1.6l 97kW Comfort (Or Equivalent New Car) 21,577.04 C$ 17,000.00-26,000.00

Utilities (Monthly)
Basic (Electricity, Heating, Water, Garbage) for 85m2 Apartment 139.05 C$ 70.00-260.00
1 min. of Prepaid Mobile Tariff Local (No Discounts or Plans) 0.31 C$ 0.20-0.50
Internet (60 Mbps or More, Unlimited Data, Cable/ADSL) 63.06 C$ 45.00-87.00

Sports And Leisure
Fitness Club, Monthly Fee for 1 Adult 48.29 C$ 30.00-70.00
Tennis Court Rent (1 Hour on Weekend) 20.55 C$ 6.00-40.00
Cinema, International Release, 1 Seat 12.99 C$ 11.00-15.00

Childcare
Preschool (or Kindergarten), Private, Monthly for 1 Child 1,003.33 C$ 650.00-1,500.00
International Primary School, Yearly for 1 Child 16,000.00 C$ 16,000.00-16,000.00

Clothing And Shoes
1 Pair of Jeans (Levis 501 Or Similar) 59.58 C$ 40.00-85.00
1 Summer Dress in a Chain Store (Zara, H&M, …) 42.53 C$ 29.00-60.00
1 Pair of Nike Running Shoes (Mid-Range) 99.45 C$ 75.00-125.00
1 Pair of Men Leather Business Shoes 121.76 C$ 80.00-170.00

Rent Per Month
Apartment (1 bedroom) in City Centre 1,120.56 C$ 750.00-1,700.00
Apartment (1 bedroom) Outside of Centre 899.35 C$ 600.00-1,300.00
Apartment (3 bedrooms) in City Centre 1,822.83 C$ 1,200.00-3,000.00
Apartment (3 bedrooms) Outside of Centre 1,471.23 C$ 1,000.00-2,200.00

Buy Apartment Price
Price per Square Meter to Buy Apartment in City Centre 4,327.70 C$ 2,200.00-8,611.13
Price per Square Meter to Buy Apartment Outside of Centre 3,130.83 C$ 1,900.00-5,920.15

Salaries And Financing
Average Monthly Net Salary (After Tax) 2,990.15 C$
Mortgage Interest Rate in Percentages (%), Yearly 2.87 2.45-3.50

Prices in Canada
These data are based on 47750 entries in the past 18 months from 5682 different contributors.
Last update: September 2017

Security & Criminality Check for Canada immigration

A part of the b/ground checks is the ‘Security Check’. It commences after our med results are submitted to the CHC. This is a major activity -mainly concerning our ‘safe inclusion’ into the Canadian Soil; vis-a-vis, Political, Socio-Econmical, Anti-Social disposition, perceived Threat to Canada’s integrity etc. This gets us the SDEC, CDEC & SECCRIM.

This is a serious & time-consuming stage, involving many agencies, including CSIS, Interpol, NASC, Database Checking & touch-base with Local Police. Many things are considered here… the No. of countries visited, Applicant coming from ‘certain’ countries, ex-Servicemen [including Law Enforcement services], Prolonged stay in a country w/out sufficient docs to prove cause, frequent traveling to certain nations, your *Name (?), Inter-Religion/Nationality Marriages etc.

If everything is simple & straight, the file soon gets into the ‘final review’ stage. If there are any ‘red flags’, our case goes into a ‘spin’. Then our file might go to the local Police/CID agencies; the outcome/time-frame of which is beyond the control of CIC. And thereby the time-frame can be anything [sometimes beyond 1yr]. But, usually this stage should be over by 5 months max. However, a point to be noted is that we can also be called for an Interview [at this stage], due to this reason.

Courtesy: Sunny

Guideline Link for Canada immigration

যারা Canada migration from Bangladesh facebook group এর নতুন সদস্য তাদেরকে স্বাগতম এবং যারা অনেকদিন ধরে আমাদের সাথে আছেন তাদের কে ধন্যবাদ সাথে থাকার জন্য। অনেকদিন ধরে ইচ্ছা ছিল একটা Welcome post লিখার, সময় করে উঠতে পারছিলাম না। Group এ নতুন কেউ আসলে শরণার্থীর মত এদিক ওদিক ঘুরে বেড়ান, আমার ভালো লাগে না। যারা Group এ নতুন তাদের কে প্রথম থেকে একটা Guideline দেয়ার লক্ষে আমার এই পোস্ট।

সাধারণ প্রশ্নঃ Immigration এর Decision নেয়ার পর আপনার মনে কিছু Common প্রশ্ন আসে সেগুলোর উত্তর নিম্নের পোস্ট থেকে পাবেন-

https://web.facebook.com/photo.php?fbid=10211172460807015&set=gm.1262518167125490&type=3&theater

এই পোস্ট পড়ার পর আপনার Canada Immigration সম্পর্কে একটা In general ধারণা হয়ে গেছে আশা করি, আপনি এইবার বিস্তারিত জানতে চান। নি‌চের ধাপগুলো অনুসরন করুন-

ধাপ ১ (সম্ভাবনা) : https://web.facebook.com/photo.php?fbid=10210255283918166&set=p.10210255283918166&type=1&theater

ধাপ ২ (প্রস্তুতি) :
https://web.facebook.com/photo.php?fbid=10210278970910326&set=p.10210278970910326&type=1&theater

ধাপ ৩ (কাগজপত্র) :
https://web.facebook.com/photo.php?fbid=10210305006201192&set=p.10210305006201192&type=1&theater

আমাদের মধ্যে যারা এবার একটু বেশি Smart, তাদের জন্য
Immigration শুরু থেকে শেষঃ Smart Immigration

Smart Immigration: পর্ব ১
https://web.facebook.com/photo.php?fbid=10212588860416120&set=p.10212588860416120&type=1&theater

Smart Immigration: পর্ব ২
https://www.facebook.com/groups/camigbd/permalink/1408709035839735/

আপনি যদি Student হয়ে থাকেন, নিচের পোস্টগুলো আপনার কাজে লাগতে পারেঃ

Student Visa (পর্ব ১)

https://web.facebook.com/photo.php?fbid=10211530411995571&set=p.10211530411995571&type=1&theater

Student Visa (পর্ব ২)

https://web.facebook.com/photo.php?fbid=10211582728143442&set=p.10211582728143442&type=1&theater

সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি।

 

Courtesy :

Mohammad Istekher Chowdhury